আমাদের কথা খুঁজে নিন

   

মন- একটি বড় প্রশ্নবোধক চিহ্ন

ভাবি অনেক - পড়ি কিছু - লিখি কম ।
মানুষ বিচিত্র এবং অদ্ভুত। আর এই মানুষের সবচেয়ে জটিল অঙ্গটি হলো তার মন। মনের গতিবিধি খুবই রহস্যময় এবং অনিশ্চিত। সে কখন কি চায়, তা বোধ হয় নিজেও ঠিক জানে না।

মনের ভাব-গতিক একেকসময় এক এক রকম হতে পারে। আজ সে রঙিন, কাল সে তা নাও থাকতে পারে। অথবা আজ যদি সে হয় সাদা-কালো অথবা ধূসর, কাল তার গায়ে লেগে যেতে পারে রঙিন তুলির আঁচড়। তবে একটা কথা বোধ হয় সত্যি যে, একবার রঙিন জগত ছেড়ে যে যদি প্রবেশ করে সাদা-কালোর জগতে, তাহলে এ জগতটি ছেড়ে তার ফিরে যাওয়া একটু না বরং বেশ কঠিন হয়ে যায়। 'মন বুঝে চলা'- কথাটা অনেকেই বলে থাকে।

প্রতিটা সম্পর্কের (সেটা যে ধরনেরই হোক না কেন ) একটা অব্যক্ত দাবী থাকে এই 'মন বুঝে চলা'। হয়ত বাবা-মার মন বুঝে চলা, সন্তানের মন বুঝে চলা, স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার মন বুঝে চলা, অফিসে বস-কর্মচারীর মন বুঝে চলা ইত্যাদি ইত্যাদি (ব্যতিক্রম শুধু বন্ধুত্বে)। এসব সম্পর্কের উভয় পক্ষই একে অপরের মন বুঝে চলে। কখনও কখনও অবশ্য দেখা যায় শুধুমাত্র এক পক্ষই এই দাবী পূরণ করে যাচ্ছে। সেসব ক্ষেত্রে সেই এক পক্ষ অনবরত দাবীটি পূরণ করতে করতে এক সময় হাঁপিয়ে ওঠে, এবং ফলাফল বিস্ফোরণ।

অনেককেই আমরা বলতে শুনি, অমুককে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। কথাটা কি আসলেই ঠিক? মানুষ কি নিজেই নিজের মনকে পুরোপুরি চিনতে পারে? নিজের মনের মাঝেই ঘুরপাক খেতে থাকে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।