এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া অনলাইনে শেয়ার করা বিভিন্ন বিষয়ের লিংক অপসারণ করছে গুগল।
গুগলের কাছে পাইরেসি হওয়া লিংক অপসারণের অনুরোধ জানানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২০ কোটি পাইরেটেড লিংক অপসারণ করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ আরও ৫০ লাখ পাইরেটেড লিংক অপসারণ করা হবে।
এর মধ্যে রয়েছে অনলাইনে পাইরেডেট লিংক থেকে বিভিন্ন কনটেন্ট ডাউনলোড করার ওয়েবসাইট ফাইলস টিউব। পোল্যান্ডভিত্তিক ফাইল হোস্টিং সাইটটির ৭৬ লাখের বেশি লিংক মুছে ফেলা হয়েছে।
গুগলের কাছে দুই লাখ ৯৫ হাজার ৭২৬টি ডোমেইন থেকে ২৯ হাজার ৪৩৪ কপিরাইট স্বত্বাধিকারী অবৈধ লিংকগুলো সরিয়ে ফেলার অনুরোধ জানান।
গার্ডিয়ান জানিয়েছে, গুগল প্রতি সেকেন্ডে আটটির বেশি পাইরেটেড লিংক মুছে ফেলছে। এদিকে হলিউডের সংস্থা দ্য মোশন পিকচার অ্যাসেসিয়েশন অফ আমেরিকা পাইরেটেড লিংক ছড়ানোর জন্য সার্চ ইঞ্জিনগুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।