আমাদের কথা খুঁজে নিন

   

কম সাইজের ওপেন ওয়ার্ল্ড রেসিং গেইম…

আসসালামু আলাইকুম... কেমন আছেন সবাই... আজ আরেকটি মজার এবং দারুণ খবর নিয়ে এলাম...
রেসিং গেইম তো আমরা সবাই-ই পছন্দ করি... কিন্তু তা যদি হয় ওপেন ওয়ার্ল্ড-এর...তার উপর যদি হয় আবার মেগা বাইটের মধ্যে সীমাবদ্ধ...তা হলে সেই গেইমটা কি মিস করা যায়?!? আমি কিন্তু করি নি... তাই সেই ব্যাপারটিই শেয়ার করছি আপনাদের সাথে...
গেইমটির নামঃ Ocean City Racing জেনারঃ Open World Driving Game Powered By: Unreal Engine 3
সাইজঃ 832 MB

ফীচারস
আনরিয়েল ইঞ্জিন ৩ (Unreal Engine 3) : এই গেইমটি Unreal Engine 3 এর তত্ত্বাবধানে তৈরি। বুঝতেই পারছেন গ্রাফিক্স কি রকম হতে পারে। গেইমটির আছে এক বিশাল ওপেন ওয়ার্ল্ড সিটি, যেখানে থাকবে ট্রাফিক আর পথচারীর হাঁটাহাঁটি - একদম বাস্তব দৃশ্যের মতো... এছাড়াও রয়েছে দিন-রাত, আবহাওয়া-র পরিবর্তনঃ- বৃষ্টি, কুয়াশা আর রোদ...
ওপেন ওয়ার্ল্ড সিটি এবং পরিবেশঃ এই সিটি বাদেও গেইমটিতে আছে একটি দ্বীপ-যা এই সিটির সাথে যুক্ত আছে একটি ব্রিজ এবং একটি হাইওয়ের মাধ্যমে। আছে একটি পাতাল সিস্টেম, যেটা ওসান সিটির পর্বতের নিচে দিয়ে যাবে আরেকটি শহরে এবং শহরের নিচে আছে একটি সুড়ঙ্গপথ,  যা দিবে আরও একটি বিরাট এলাকা - যেটা একজন প্লেয়ারকে খুঁজে বের করতে হবে।
ফ্রি রোম মোড (Free Roam Mode): এবার বলি একটা গরম কথা। ফ্রি রোম মুডে আপনি পারবেন পুরো শহরটাকে ঘুরে দেখতে গাড়িতে বসে যা আপনি নিতে পারবেন শহরের যেকোনো জায়গা থেকে অথবা গাড়ি থেকে বের হয়েও আপনি শহরটা ঘুরতে পারবেন ফার্স্ট পারসন ভিউ (First Person View) হিসেবে।  ফ্রি রোম মুডে আছে অনেক মজার মজার Secret যা খুঁজে বের করতে হবে। আপনি খুঁজে পাবেন লুকায়িত KART অথবা HELICOPTER যেকোনো বিল্ডিং-এর ছাদে-যা দিয়েও পারবেন পুরো শহরটা ঘুরে বেরাতে।
অন্যান্যঃ এছাড়াও আছে টাইম-ট্রায়াল মোড এবং রেস মোড।
আরও বিস্তারিত জানতে চলে যান নিচের দেয়া লিঙ্ক-এ...
Screenshots



পছন্দ হলো গেইমটা??? তাহলে ডাউনলোড করতে চলে যান এখানে
ফেইসবুক লিঙ্কঃ FB PAGE

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।