উদ্ভাবনী পণ্যের মেধাস্বত্ব নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের দ্বন্দ্ব যখন চরমে, ঠিক তখনই নতুন ধরনের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে স্যামসাং। আগামী বছর তিন দিকে ডিসপ্লে থাকতে পারে, এমন একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
স্যামসাংয়ের নতুন এ স্মার্টফোন গ্যালাক্সি সিরিজে যুক্ত হতে পারে বা এর জন্য নতুন কোনো সিরিজ ঘোষণা দিতে পারে স্যামসাং। তিন দিকে ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা কোনাকুনিভাবে বার্তা পড়তে পারবেন।
স্মার্টফোনটি হবে স্যামসাংয়ের ‘ইয়াম’ নামের প্রযুক্তিরই উন্নত সংস্করণ। ইয়াম প্রযুক্তিটি বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ড নামে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনে ব্যবহূত হয়েছে। স্যামসাং অবশ্য তাদের তিন দিকের ডিসপ্লেবিশিষ্ট স্মার্টফোনের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছর উদ্ভাবনী পণ্য হিসেবে বড় মাপের বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন ঘোষণা দেবে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। উদ্ভাবনী পণ্যের দৌড়ে অ্যাপলকে টেক্কা দিতেই তিন দিকের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনবে স্যামসাং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।