আমাদের কথা খুঁজে নিন

   

মৃত ব্যক্তিকে আসামি করে মামলা!

মৃত্যুর পরও কবি মতিউর রহমান মল্লিকের নামে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। পুলিশ বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে। তিন বছর আগে মারা যাওয়া এই কবিকে কেন এবং কিভাবে মামলার আসামি করা হল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কেউ কেউ বলছেন, তিনি জামায়াতের সমর্থক ছিলেন বলে তার বিরুদ্ধে এই অভিযোগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন মৃত কবি মতিউর রহমান মল্লিক।

এ সময় তিনি যানবাহনসহ বাসাবাড়িতেও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

জানা গেছে, মতিউর রহমান মল্লিক ইসলামী গান ও কবিতা লিখতেন এবং ইসলামী গানের সুর করতেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১০ সালের ১১ আগস্ট।

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ভুলে কারও নাম মামলায় অন্তর্ভূক্ত হলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ওই নাম বাদ দেওয়া হবে।

মামলায় অন্য আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের নাম রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।