আমাদের কথা খুঁজে নিন

   

মুখ পুনর্নির্মাণে ত্রিমাত্রিক প্রিন্টার

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মরিসন হাসপাতালের চিকিৎসকের দলটি সিটি স্ক্যানের মাধ্যমে তার মুখাবয়বের ভালো অংশের প্রতিচ্ছবি নেন। এরপর ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে তার মুখের ক্ষতিগ্রস্ত অংশের প্রতিস্থাপক তৈরি করা হয়।
আঘাতপ্রাপ্ত স্থানের পুনর্নির্মাণে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম। অপারেশনের আগে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে প্রযুক্তিটির এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
মরিসন হাসপাতালের ম্যাক্সিলোফেসিয়াল চিকিৎসক অ্যাড্রিয়ান সুগার এ কাজে চিকিৎসকদের নেতৃত্ব দেন।
এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশাপাশি চেহারার জন্মগত ত্রুটিও নিপুণভাবে দূর করা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।