শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি দলসহ ১২টি দল অংশ নেবে।
প্রতিদিন দুটি করে খেলা হবে। সবগুলো খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফেডারেশন কাপ শেষ করার ১০ দিনের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করার ব্যাপারে আশাবাদী পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী।
তিনি বলেন, “আশা করি ডিসেম্বরের মাঝামাঝি প্রিমিয়ার লিগ শুরু করা যাবে। এবারের লিগে তিনটি স্তর থাকবে। প্রথম দুটি স্তর হবে ঢাকায়। তৃতীয় স্তর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে।
”
“দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে প্রথম দুটি স্তর ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রিমিয়ার লিগের মাঝপথে হবে স্বাধীনতা কাপ ফুটবল। লিগ শেষ হওয়ার পর সুপার কাপ হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।