আমাদের কথা খুঁজে নিন

   

3G তো চলেই এল, মানসম্মত হ্যান্ডসেট আছে তো?

আই কিছু জানি না

নির্বাচন আর হরতাল ছাড়া এখন সবখানে শুধু একটাই আলোচনা, 3G 3G 3G. কবে চালু হবে এই 3G, প্যাকেজের দাম কেমন হবে, কোনটা 3.5G আর কোনটা 3.9G সর্বত্র শুধু এই আলোচনা। আমার ধারণা তরুণ সমাজের আনুমানিক ৫০ ভাগ ইতিমধ্যে মানে 3G পুরোপুরি চালু হওয়ার আগেই 3G সাপোর্টেড সেট কিনে ফেলেছে। এই বিশাল বাজারকে সামনে রেখে হঠাৎ গজিয়ে ওঠা কোম্পানিগুলোর দৌরাত্ত কম না। তারা চায়না থেকে নিম্নমানের সেট কিনে এনে দেশি ব্র্যান্ড বলে বিক্রি করছে বাজারে। তাদের চকমকে বিজ্ঞাপনে আর স্বল্প মূল্যে আকৃষ্ট হয়ে ক্রেতারা দেদারসে কিনছে এসব সেট।

সবচেয়ে অবাক লাগে যখন দেখি এসব সেটে না মানা হয় কোন কোয়ালিটি, না মানা হয় কোন নিয়ম। পত্রিকায় দেখলাম একই IMEI (International Mobile Station Equipment Identity) নাম্বারের বিপরীতে নাকি হাজার হাজার সেট বাজারে! অথচ নিয়ম অনুযায়ী একটি IMEI নাম্বারের বিপরীতে একটি সেটই থাকতে হবে অর্থাৎ প্রত্যেক হ্যান্ডসেটের IMEI নাম্বার আলাদা। এই নাম্বার দিয়ে কোনটি আসল সেট, সেটের অবস্থান, কোন দেশে তৈরি সবকিছুই জানা যায়। আমারতো মনে হয় নিম্নমানের এসব সেট জাতীয় নিরাপত্তার জন্যেও হুমকি। নিত্যনতুন গজিয়ে ওঠা একেকটি ব্র্যান্ডের বিজ্ঞাপন এমনভাবে করা হয় যে এদের ক্রেতারাও থাকে মোহাবিষ্ট এবং অনেক কনফিডেন্ট! যেমন আমার এক বন্ধু প্রায় ১৫ হাজার টাকা দিয়ে সিম্ফোনি ডব্লিউ ১৪০ কিনল।

কেনার পর সে আমার স্যামসাং গ্যালাক্সি কোর নিয়ে তাচ্ছিল্য করা শুরু করল! এরপর তাকে যখন হাতে ধরে পার্থক্য দেখানো হল তখন তার আর বলার কিছু ছিল না। আরেকটি ঘটনার কথা বলি। কিছুদিন আগে পত্রিকা মারফত সবাই শুনেছেন যে বুয়েটের এক ছাত্রীর হাতে একটি সিম্ফনি মোবাইল বিস্ফোরিত হয়েছে! কি অদ্ভুত দেশে আমরা বাস করি যেখানে একটি সেটের সেফটিটাও নিশ্চিত করা যায় না! আমার মনে হয় 3G নিয়ে মাতামাতি করার আগে ভাল ব্র্যান্ডের হ্যান্ডসেটের ব্যাপারে দৃষ্টি দেয়া দরকার। এ ব্যাপারে সচেতন মহলের মতামত আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।