আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বেলার ঈদ

ছোট বেলায় আমরা কয়েক জন মিলে সমিতি করেছিলাম। যার সাপ্তাহিক চাঁদা ২ টাকা। মাসে ৮/১০ টাকা। বছর শেষে ১০৪ টাকা। ঈদের মাঝে এই ১০৪ টাকাই তখন অনেক! সাথে ৩০/৪০ টাকা সালামী।

টেনেটুনে ১৫০ টাকা বা তার থেকে একটু বেশি, কারো কারো একটু কমও হতো আর কি!! তখন ঈদের দিন বড় লোকি ভাবটা ছিলো দেখার মতো! ৩/৪ টাকা খরচ করে বাসে চলে যেতাম ঘোড়াশাল/নরসিংদীতে। পাঁচদোনা তে 'ঝংকার', মাধবদীতে 'মমতা', নরসিদীতে 'সুরভী'/'মিতালী'/'সংগীতা', সিনেমা হলে গিয়ে ২/১ টা ছবি দেখতাম। তবে ঘোড়াশাল 'সোহাগ' সিনেমা হলে ভয়ে যেতাম না, ঐখানে নাকি কুখ্যাত সব সিনেমা দেখাতো!! ( একটু বড় হবার পর কুখ্যাত ছবি দেখার নেশায় গিয়েছিলাম! আসলেই সেখানে কুখ্যাত সব ছবি দেখায়!! [ এখন কেমন তা জানি না। ] ) টিকেটের দাম কাউন্টারে ছিলো ১৩/১৭/২০ টাকা, কাউন্টারে ভিড়ের বাইরে থেকে ( এখন যাদের কালো বাজারি বলি ) নিলে ২/৩/৫ টাকার মত বেশি নিতো। এখনও হয়েছে যে এক দিনে তিন জায়গায় তিনটা সিনেমা হলে গিয়েছি ছবি দেখেছি!! প্রথম সো দুপুর ১২ টা থেকে ৩ টা পাঁচদোনা ( ঝংকার ) হলে দেখে বাসে চলে চাই নরসিংদী ( সুরভী ) সিনেমা হলে, সেখেনে দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টার সো দেখে চলে আসি মাধবদী ( মমতা ) সিনেমা হলে, ৬ টা থেকে ৯ টার সো!! তারপর মাধবদী মার্কেটে ঘুরে খাওয়া দাওয়া করে, কিছু খেলনা-মেলনা এবং প্রয়োজনি জিনিস কিনে বাড়িতে আসতে আসতে রাত ১১/সাড়ে ১১ টা বেজে যেত!! কেউ কেউ টাকা দিয়ে মার্বেল/পয়সা খেলতো।

আমি এই গুলি খেলিনি, বলা যায় পারিনা বলে খেলিনি!! ( না খেলার জন্য অবশ্য আমার আলাদা একটা স্ট্যাটাস তৈরী হয়েছিল!! ) তবে তাদের খেলা দেখে তা ভালোই উপভোগ করতাম! বিকাল বেলা বিটিভি ( BTV ) তে ছবিও দেখতাম!! (অসমাপ্ত) ছবিঃ ১৯৯৬-৯৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।