আমাদের কথা খুঁজে নিন

   

ফের আশুলিয়া রণক্ষেত্র, আহত ৩০

আশুলিয়ায় মজুরি বোর্ড কর্তৃক নির্ধারীত নূন্যতম মজুরি প্রত্যাখান করে নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে ফের বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত নূন্যতম মজুরি মালিক পক্ষ মেনে নিলেও তা প্রত্যাখান করে নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, জিরাবো এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতী পালন করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে এসে বিক্ষোভ ও বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।

এসময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ চলে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ফলে রনক্ষেত্রে পরিনত হয় পুরো এলাকা। এতে শ্রমিক, পুলিশসহ আহত হয় কমপক্ষে ৩০ জন ।

এ ব্যপারে, শিল্পপুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের কমপক্ষে ২০টি কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার নিরাপত্তার জন্য কারখানার সামনে জলকামান ও সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।