আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন ( কাণ্ডারি অথর্ব ভাই) [সেই সাথে পঞ্চাশতম পোস্ট]

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

সেই কবেইতো জন্মেছিলে জীবনের পিছু পিছু হাঁটছিলে হঠাৎ করে থামলে কেন আজ সময় নিয়েই উপেক্ষায় রেখে সব কাজ। পুরনো সব কষ্টের সৃতি ভুলে নতুন দিনের আলোর উজ্জলতা নিয়ে আবারও হাসবে তুমি বেস্ত হবে জানি স্বপ্ন বোনার অঙ্গিকার শুনি আজকে তোমার জন্মদিন ভুলে গেছো বুজি ? আর কতোকাল স্বপ্ন ভাঙ্গবে আর কতোকাল রং বদলাবে এখনোকি সময় আসেনি জাগ্রত হওয়ার ওগো আজ জন্মদিন তোমার ।। রাত বারটায় পার্টি হবে বন্ধুরা সব বায়না ধরবে সকালটা খুব মিষ্টি হবে প্রিয় মানুষটা তোমার কানে কানে বলবে শুভ জন্মদিন তোমার ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।