আমাদের কথা খুঁজে নিন

   

কেন কম্পিউটারে বিপ বা টিট শব্দ হয়

হ্যালো, টিটির প্রেমিকরা... কেমন আছেন? নিশ্চয় ভাল...? আমাদের বেশ আর কম সবারই কম্পিউটার আছে। এবং যেহেতু বর্তমান টেকনোলজির যুগ সেহেতু সবারই কম্পিউটার থাকা আবশ্যক মনে করি। আবশ্য না থাকলে যে টেকনোলজির সাথে সম্পর্ক নাই এটা বলা যাবেনা। কারন বর্তমানে শিশু শ্রেণি থেকে ধরে মোটামোটি সকল ক্লাশে কম্পিউটার শিক্ষার পাঠ্য বই দেওয়া হয়েছে বা হচ্ছে। তবে এটাও সত্য যে আগামি কয়েক বছরে এই কম্পিউটার পাঠ্যটা আবশ্যক হয়ে যাবে আর আমরাও চাই এটা ফান্ডামেন্টালি আবশ্যক বিষয় হোক।

কারন আগামি কয়েক বছরের মধ্যে এই বিষয়টি আবশ্যক সাবজেক্ট হয়ে দাঁড়াবে। যাহোক, টাইটেলের সাথে আলোচনাটার মিল নাথাকলেও বিষয়টি কিন্তু অতিব গুরুত্বপুর্ণ। মেইনলি আমি আজকে যে বিষয়টি শেয়ার করতে চাই তাতে আসি... আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন অনেক সময় "বিপ বিপ, বা টিট টিট" বা আরও বিভিন্ন টাইপের শব্দ শোনি। এই শব্দ গুলু কেন হয় তা নিয়েই আজকে আমার এই শেয়ারিং। ১. ধারাবাহিক বিপ হলে, তাহলে কয়েকটি সমস্যা হতে পারে... *পাওয়ার সাপ্লাই নষ্ট *মাদারবোর্ডের সাথে হয়ত কানেকশন লুজ বা সরাসরি আন প্লাগড * অথবা কিবোর্ডের প্রব্লেম ২. বার বার শর্ট বিপ... *পাওয়ার সাপ্লাই সম্ভবত খারাপ হয়েছে।

৩. একটি শর্ট বিপ, ভিডিও আছে কিন্তু সিষ্টেম বুট করেনা... * ফ্লপি ড্রাইভ নষ্ট,কেবল আনপ্লাগ অবস্তায় আছে ৪.যখন সিষ্টেম কাজ করে তখন হাই ফ্রিকোয়েন্সিতে বিপ হলে... *সিপিউ অতিরিক্ত হিট হয়েছে * সিপিউ লো ফ্রীকোয়েন্সিতে রান করছে কেন বিপ শব্দ হয় এব্যপারে আরো জানতে Beep Problem কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে আরো জানতে Computer Hardware

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।