আমাদের কথা খুঁজে নিন

   

"চলো সংলাপে বসি"



চলো, আবার সংলাপে বসি, এক কোটি বার পাল্টাই উত্তাল সংবিধান । চলো, বাকশালী কায়দায় করি আরেক দফা দ্বিপক্ষীয় চুম্বন, সংবিধানের প্রতি অনুচ্ছেদে পড়ুক মাতাল ঠোঠের গোলাপি দাগ, চলো, ২০৬ রজনী হরতাল দেই, পিকেটিং করে বুকের প্রিজম সেলে কারাবন্দী দুঃখের নীল মিনার টা ভেঙ্গে ফেলি । তারপর সেখানে সর্বদলীয় সুখ বসাই । হৃদয়ের অলিন্দে যে অন্তর্বতী কালীন মানচিত্র টা এঁকে ছিলাম, চলো, তার দক্ষিন পাশে একটু দাড়াই, সেখানে এরশাদীয় কায়দায় জাগুক কিছু কাম বাসনা, হোক কিছু ঐক্যজোট মহাজোট সমাবেশ, তাতে ক্ষতি কি, বলো ক্ষতি কি?????? "নিঝুম দ্বীপ থেকে অবুঝ অরণ্য"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।