আমাদের কথা খুঁজে নিন

   

চল হোঁচট খাই



ছোট বেলা থেকে অনেক নীতিকথা শুনতে শুনতেই বড় হচ্ছি, অন্য সবার মত। তার মধ্যে একটা হল "হোচট না খাইলে তোর শিক্ষা হবে না" কথা খুবই সত্য। হোচট না খেয়ে আমরা শিখতে চাই না। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে একবারও হোচট না খেয়ে চলার পথ শেষ করতে পেরেছে, কারন আমাদের বিশ্বাস আটকে আছে অন্য একটা নীতিকথায়; সেটা হল "নাথিং ইজ রিয়েল আনটিল ইউ ফেইস ইট"। আমরা অন্যের উদাহরন থেকে শিখি না, শিখতে চাই না।

নিজে উদাহরন হতে চাই। তাই বারবার হোচট খেয়ে পড়ে যাই, সব থমকে যায়, আবার উঠে দাঁড়াতে চেষ্টা করি। তারপর কেউ কেউ শেখে, কেউ শেখার চেষ্টা করে। কেউ বা আবার নতুন করে হোচট খাবার অপেক্ষায় দিন কাটায়। দিন শেষে আমাদের কারো কারো চলার পথ শেষ হবে পথের নতুন নতুন বাঁকে হোচট খেয়ে শিখতে শিখতে।

কারো হয়ত পথের শেষ দেখার সেই সৌভাগ্যই হবে না। পথের এক বাঁকেই হয়ত কেটে যাবে জীবনের বাকিটা সময়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।