আমাদের কথা খুঁজে নিন

   

মা-বাবা'র সাথে সন্তানদের সম্পর্ক আসলেই অদৃশ্য এবং গভীরের........আজকের ছোট একটা ঘটনায় বিস্মিত

স্বপ্ন দেখতে ভালোবাসি......কিন্তু কেন যেন পরিশ্রম করা হয় না

আজকে আব্বুর সাথে এমন এক ঘটনা ঘটেছে যার ফলে সত্যি আমি খুব বিস্মিত হয়েছি, আর সারাদিন ভেবেছি এটা কিভাবে সম্ভব?? আর এটাও মনে হয়েছে, মা-বাবা'র সাথে আসলেই সন্তানদের এক অদৃশ্য সম্পর্ক বিদ্যমান। সন্তান যদি শত্রুও হয়, মা-বাবা'র সাথে একটা কানেকশন তার থেকে যাবেই, যা সারা জীবনেও মুছবে না। আমার ক্ষেত্রে যে ঘটনা টা ঘটেছে:: গত ৪ দিন আগে আব্বুকে ফোন দিয়েছিলাম, আব্বু হয়ত মিটিং বা অন্য কোন কাজে ব্যস্ত ছিল বলে ফোন রিসিভ না করে কল কেটে দিচ্ছিল। তো এরকম ২/৩ বার কল কেটে দেওয়ায় আমার অভিমানী স্বত্বা জেগে ওঠে পাশাপাশি রাগ ও জেদ কাজ করছিল, সিদ্বান্ত নিলাম আর ফোনই দেব না, যা পারে হোক আর যদি আমকে ফোন দেয় তাহলে আমিও ফোন কেটে দেব এবং তাকে বুঝিয়ে দেবো আমিও ফোন কেটে দেওয়ার ক্ষমতা রাখি যাইহোক, তারপর গত তিনদিন আব্বু আর ফোনই দিল না!!! যা আমার কষ্ট আর অভিমান আরো বাড়িয়ে দিল। সিদ্বান্ত নিলাম, ৫ দিনের মধ্যে ফোন রিসিভ করব না, সে যদি ফোন দেয় তাহলে তার মত আমিও ফোন কেটে দিব...........(আমার হেডম দেখাব আর কি) এরপর আমার সেই সুবর্ন সুযোগ আসলো........ গতকাল রাতে সে আমাকে ফোন দিয়েছে আমিও আমার হেডম দেখাতে দেরি করলাম না। ৮/৯ বার ফোন দিয়েছে, আমিও প্রতিবারই ফোন কেটে দিয়েছি এবং তাকে বুঝিয়েছি আমিও ফোন কাটতে পারি যদিও ফোন কেটে দেয়ার পর খারাপ লাগছিল, তারপর ভাবলাম কাল যদি সে ফোন দেয় তাহলে রিসিভ করব, না হলে ৫ দিন হতে এখনও ২ দিন বাকি। কিন্তু আশ্চর্য্যের বিষয়টি ঘটেছে আজ সকালে, আজ ভোর ৪ টার দিকে কিভাবে যেন ঘুমের ভেতর আব্বুর ফোনে কল চলে গেল ( আমার লাইফে ঘুমের ভেতর চাপ পরে ফোন গেছে এমন ঘটনা নেই বললেই চলে এবং যাবি তো যা তবে কেন আব্বুর নম্বরে??) এখন আব্বু মনে করেছে, আমি কোন বিপদে পড়েছি কিনা...... আব্বু ফোন ব্যাক করে, এদিকে আমি মনে করেছি এত রাতে আব্বুর নম্বর থেকে ফোন আসলো কেন?? আব্বুর আবার হাই প্রেশার এর সমস্যা রয়েছে, বাসায় কোন সমস্যা হয় নাই তো..... আমি ভয় পেয়ে গেলাম। ফোন রিসিভ করতেই, "এই কি হয়েছে তোর?? কোন সমস্যা হয়েছে নাকি? এত রাতে ফোন দিলি কেন??" আমি: "ভুলে ফোন চলে গেছে, কখন ফোন গেছে জানি না" আব্বু: "আচ্ছা, ঘুমা এখন, অনেক রাত" সারাদিন আমি কি ভাবলাম আর কি হল!!! আল্লাহ'তাআলা আব্বুর সাথে আমার কথা বলিয়েই ছাড়লো আমার হেডমের কি হবে? উপলদ্বি করলাম, মা-বাব'র সাথে আসলেই সন্তানদের গভীর সম্পর্ক থাকে, যা কখনও নষ্ট হবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।