সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রধান প্রকৌশলী হিসেবে ফেরার চেষ্টা করছেন আত্দস্বীকৃত দুর্নীতিবাজ প্রকৌশলী সাইফুল ইসলাম। দুর্নীতির দায়ে বহিষ্কৃত এই প্রকৌশলী স্বপদে ফিরতে মরিয়া হয়ে ওঠেছেন। গতকাল তিনি স্বপদে যোগদানের চেষ্টা করলে কাউন্সিলরদের প্রতিরোধের মুখে পারেননি। দেশে জরুরি অবস্থা চলাকালে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর গণমাধ্যমের সামনে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ার কথা স্বীকার করেছিলেন এই সাইফুল ইসলাম। সিসিক সূত্র জানায়, সাইফুল ইসলাম সিলেট সিটি করপোরেশনে প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার এবং স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন।
দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৩ মার্চ নগরভবন থেকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে। এরপর সাইফুল ইসলাম নিজেই তার অবৈধভাবে গড়ে তোলা সম্পদের বিবরণ দেন যৌথবাহিনী ও গণমাধ্যমের কাছে। গ্রেফতারের পর তিনি অবৈধভাবে অর্জিত সব সম্পদ সরকারকে ফিরিয়ে দিয়ে নতুন করে জীবন শুরুর ইচ্ছা পোষণ করেছিলেন। এদিকে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর নিজেকে নির্দোষ প্রমাণে আইনি লড়াই চালিয়ে যেতে থাকেন সাইফুল। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
সম্প্রতি তিনি জামিনেও মুক্তি পান। এরপর থেকে তিনি সিলেট সিটি করপোরেশনে পুনরায় প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের চেষ্টা চালান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।