আমাদের কথা খুঁজে নিন

   

RAM Expender ব্যবহার করে Android সেটের RAM বৃদ্ধি করবেন কিভাবে দেখেনিন

এই পদ্ধতিতেRAMবাড়ানোর জন্য আপনার ডিভাইসSwap File supportedহতে হবে না হলেRAMবাড়ানো যাবে না। যা লাগবেঃ১টাClass 8 / 10 Micro SD Card, Apps,apps,আপনার ডিভাইসRootকরা হতে হবে।
১ম এBusy Box Pro appsটা ডাউনলোড করেসেটে ইন্সটল করে ওপেন করুন ওপেন হবার পরInstallলেখা অপশন পাবেন সেখানে টাচ করুনInstall TypeএNormal Installক্লিক করুন, Super User permission চাইলেGrant / Acceptকরুন। Installকরা শেষ হলে বের হয়ে যান। এখনRam Expenderটা ডাউনলোড করেইন্সটল করে ওপেন করুন।

Super User permission চাইলেGrant / Acceptকরুন। ধাপ-১:নিচের ছবির মত আসবে, এখানেSwap Fileলেখাঅপশনে ক্লিক করুন একটা বক্ষ আসবে এখানে কতMB RAMবাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যাRAMদেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না। অর্থাৎ, যদি আপনার সেটেরRAM 512MBহয় তাহলে আপনি512 MB / 1GB RAMবাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।

ধাপ-২:Swappinessলেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে50লিখুন। ধাপ-৩:MinFreeKBলেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে1-20যা ইচ্ছা দিন20এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো আচরণ করতে পারে। এবার এপসটির উপরেSwap activeলেখায় টিক দিলেSwap File Createকরা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ শেষ হলে আপনারSD Cardএর স্পিড দেখাবে। (Swap Fileতৈরির আগেAppsটিরSettingsএরSDCARD Directoryতে গিয়েSwap Fileকোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলেAppsনিজেইDirectoryতৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।

) Closeকরেবের হয়ে যান। এখনNotify IconওAutorunঅপশন ২ টায় টিক দেন। কাজ শেষ। তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলেSwap RAMবন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পরRAM Expenderএ ঢুকেSwap activeলেখায় টিকদিয়েSwap RAMচালু করে নিতে হবে। এপসটির নিচের দিকে গ্রাফ আকারেRAMএরStatusদেখাবে।

আপনার সেটের অরিজিনালRAMকত আর কতটুকু খালি আছে। Swap RAMকত আর কতটুকু খালি আছে। সবশেষে মোটRAMকত হয়েছে আর কতটুকুই বা খালি আছে। Class 8 / 10 Memory Cardছাড়াRAMবারানো যাবে না, বারিয়ে কোন লাভ নেই।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।