আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক-ব্লগে বাল ছিড়ে টাল দিয়ে হবেটা কী?

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।

পুরান পাগলেরই ভাত নাই, আবার নতুন পাগল। কোনো জোট-মোটে কিচ্ছু হবে না।

আর যেভাবে ব্যর্থ শাহবাগ, যেভাবে ব্যর্থ হেফাজত, যে কারণে ব্যর্থ আওয়ামী-বিএনপি, কিংবা জামায়াত-জাতীয় পার্টি, অন্যান্য ধর্মীয় ও সমাজতান্ত্রিক দল, ঠিক একই কারণে যে-কোনো নতুন-পুরাতন জোট-বেজোট ব্যর্থ হতে বাধ্য। এ কথাগুলো আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং বলে যাব। প্রয়োজন নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও গড়ে তোলা, প্রয়োজন জ্ঞানভিত্তিক সমাজ গঠন, প্রয়োজন মানসিক শক্তির উন্নয়ন, বিকাশ ও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। এতে কিছু হোক বা না হোক, অভিজ্ঞতা, মানসিক প্রশান্তি ও জ্ঞানের বিকাশ হবে নগদ প্রাপ্তি। আত্মসমালোচনাকেন্দ্রিক এ চিন্তা ও কার্যক্রমে আমার সঙ্গে অংশ নিতে কেউ রাজি আছেন?? অনেকেই বলেন, লেখালেখি করে কী হবে? ফেসবুক-ব্লগে বাল ছিড়ে টাল দেওয়ার মানেটা কী? অথচ তাদের সঙ্গেও পরিচয় ও ঘনিষ্ঠতা এর মাধ্যমেই।

হ্যাঁ, লেখালেখি করে কিছু হবে না জানি, কিন্তু দেশ-বিদেশের শত শত বন্ধু-পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ, চিন্তা ও ভাব বিনিমিয়ের আপাতত এটাই একমাত্র মাধ্যম। তবে একটা সময় বাস্তবে অবশ্যই মনোনিবেশ করতে হবে জোরালোভাবে। আর এটা শুধু আমার একার উপর নয়, অন্যদের উপরও অনেকটা নির্ভর করে। অবশ্য ইতোমধ্যেই অনেকে বাস্তব ফিল্ডে কাজ শুরু করেছেন। কিন্তু আমি কোনোভাবেই চিন্তা ও মতের মিল-অমিলগুলো শেয়ার না করে এবং তলিয়ে না দেখে কাজ করতে রাজি নই।

ফেসবুক-ব্লগ যতই উন্মোক্ত হোক, এক অর্থে এটা খুবই সীমিত ও বদ্ধ একটা জগৎ। এর মাধ্যমে চিন্তা ও ভাব-বিনিময়ের পরিমাণও সামান্যই। দেখা গছে মাত্র ২০ জনের একটা একঘন্টার বৈঠক ফেসবুক-ব্লগে উন্মোক্ত জগতের এক বছরের লেখালেখি থেকেও বেশি। একে অপরকে বুঝতে খুবই কার্যকর। আবার শুধু বাস্তব ফিল্ডেই পড়ে থাকা, নিজের ভাবনা-চিন্তাগুলো লেখায় রূপ না দেওয়া- এটাও এক রকম সমস্যাপূর্ণ।

কারণ নিজেকে যাচাই-বাছাইয়ের অপেক্ষা রাখে। তাছাড়া যে-কোনো কারণেই হোক, লাখ লাখ তরুণ ফেসবুক-ব্লগে আসক্ত হয়ে গেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।