আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন ৬ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

দশম সংসদ নির্বাচন সামনে রেখে সর্বদলীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন জাতীয় পার্টির তিন নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি। মন্ত্রিপরিষদের এই ছয় নতুন সদস্যের সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে জাতীয় পার্টির আরো দুই প্রেসিডিয়াম সদস্য।  

আজ সোমবার বিকাল ৩টায় বঙ্গভবনের দরবার হলে ছয় মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।