আমাদের কথা খুঁজে নিন

   

╚»★ চোরাবালি (২০১২) ★«╝{বিঃদ্রঃ ইহা কুনু রিভিউ না}

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।   ╚»★ চোরাবালি (২০১২) ★«╝ {বিঃদ্রঃ ইহা কুনু রিভিউ না} ▽ ▽ ▽ সকল মুভিপাগলদের সাথে একসাথে “মুভিপাগলোৎসব” হল গত ২৮শে ডিসেম্বর।

আগে থেকেই ঠিক করা সিনামা “চোরাবালি” দেখবো। দেখলাম সাথে সাথে হয়তো প্রত্যাশা পূরণ হল না, তবে পুরোটা সময়ই উপভোগ করলাম সর্বোচ্চ। সবাই মিলে সিনেমা দেখতে যাওয়ার এইটাই সুবিধা। কোন এক্সপেক্টেশন না থাকা আরো ভালো। আর বাংলাদেশী সিনামা দেখতে গিয়ে যদি আশা করি হলিউডি একশন, বলিউডি লোকেশন সাথে আইটেম সং তাইলে ভাই বাংলা সিনামা এখনো আপনার জন্যে না।

দেইখেন না বাংলা সিনামা। কিন্তু দেখলে খালি নেগেটিভ জিনিষ কইয়া লাস্ট মুহুর্তে আইসা বললেন “যাউকগা জয়া আহসানেরে দেখতে গেছিলাম, ভালাই লাগছে। ” তাইলে জয়া আহসানরে দেখনের লিজ্ঞা যত টিকিট কাটবেন তার সকল গুলির ট্যাকা জমাইয়া জয়ারে ভাড়া আননের চেষ্টা লন। সারাদিন তাকাইয়া থাকবেন। চক্ষু শান্তি পাইবো।

কিল্লিগা এই পুষ্ট লেখতে বইছি জানি না। অনেকগুলা বিরক্তিকর পোষ্ট দেইখাই মনেহয়। আমি কইতে চাইনা “চোরাবালি” অসাধারণ সিনামা। তবে ফায়ার/নিষিদ্ধ নারী টাইপের সিনামা তো আর না। যে এই হারে সমালোচনা করবেন।

আর “ঘেটু পুত্র কমলা” এমুন কুনু “দুধে ধোয়া তুলসী” টাইপের সিনামা আছিল না যা দেইখা দর্শকেরা আহা উহু করছিল। এর একটাই কারণ, ওইটা আছিল হুমায়ুন আহমেদ, আর এইটা রেদোয়ান রনি। হুমায়ুন আহমেদের কিছু জিনিষ সম্পর্কে আগেই কইছি লাস্টে মেইন চরিত্ররে মাইরা ফালাইয়া জুর কইরা সিম্প্যাথি আদায় করাটা ভাল্লাগে না আমার। অনেক তো হইসে, আর কত??? মাগার ঘেটু পুত্র লইয়া এমুন কুনু পুষ্ট দেখি নাই যেইখানে খালি খারাপ বিষয় গুলা নিয়া পুষ্ট দিছে(জামাতীরা ছারা। অরা তো পারলে না দেইখাই কয় সমকামীতা দিয়া ভরা এই সিনামা।

মাগার সিন দেখনের আশায় ২-৪ টা যে যায় নাই সিনামা হলে তার সিওরিটি আমি দিতে পারুম না। ) । “চোরাবালি” তে সেলিমের জায়গায় হুমায়ুন ফরিদী’র অভিনয়ের কথা থাকলেও অসুস্থতার কারণে করতেপারেন নি। শেষমেশ ফরিদী ছেড়ে চলে গেলেন সবাইকে। তিনি থাকলে আজ অবশ্যই খুশি হতেন তার রিপ্লেস্মেন্ট দেখে।

অসাধারণ অভিনয় শৈলী দিয়ে পুরো সিনামাটাকেই মাতিয়ে রাখেন শহীদুজ্জামান সেলিম। সেলিম সম্পর্কে অনেকেই ভালো কথা কইছে। আমি আর কমু না। তবে ফরিদী রে ঠিক যেই কারণে ভাল্লাগতো, এখন থেকে সেই জায়গাটা হয়তো সেলিমের দখলেই চলে যাবে। জয়া বাংলা কথা ঠিক মতন কইতে না পারলে ক্রিকেটার আশরাফুলের লগে ২ জনে মিল্লা “স্পোকেন বাংলা” শিক্কা নেয় না ক্যান??? আমি জানি না।

চাবাইয়া চাবাইয়া অথবা মুখে পানি নিয়া বাংলা কথা কওনের কি দরকার!!! যাউকগা, আরেকটা বিষয়ম মাথায় আসে নাই। সেইটা হইলো বাংলাদেশে কি গায়ক কম আছে?? নাইলে হৃদয় খান বা আরেফিন রুমী ছারা আর কাউরে কি খুইজ্জা পাওন যায় না!! এ কি হল !!! আমিও নেকেটিভ কথা কইতাছি, শিট ম্যান। যাউকগা আর কমু না। “চোরাবালি” র চিত্রগ্রহন অসাধারণ লাগছে। পরিচালনা সম্পর্কে কওন দরকার নাই।

ভবিষ্যতে আরো ভালো হবে বুঝাই যাইতেছে। তবে কাস্টিং এ “ইন্দ্রনীল” কেমতে আইলো বুঝি নাইক্কা। মুনেলয় রনি ভাইয়ের গার্লফেরেন্ডের চাহিদা আছিল- “সুন্দর বডি সমৃদ্ধ নায়ক লাগবো। ” এই ব্যাপারটা কারো জানা থাকলে জানাইয়েন। অনেকক্ষণ ফাউ গ্যাজাইলাম।

কাহিনী সবাই জানেন। অলরেডী অন্যান্য পুষ্ট দেইক্ষা। আমি আবার কইয়া গালি খামু নি !!! যারা দেখেন নাই অক্ষনি দৌড় দেন। ঝকঝকে পিরিন্টে “মুষ্ট ওয়েলকাম” দ্যাখতে পারছেন, আর চুরাবালি ভালা পিরিন্টের ভালা সিনামা (ক্ষেত্রবিষেশে নয়) দেখবেন না!!! ভালা কথা, আগে একবার জিগাইছিলাম সবাইরে। চুরাবালি তে তো পরলাম।

“পিতা” র কি হপে?? কবে দেখতে যামু সবাই মিল্লা?? জানাইয়েন সবাই। খুদা হাপেজ। বাংলাদ্যাশ চিরজীবী হউক/জিন্দাবাদ। ছবির নাম : চোরাবালি কাহিনী-চিত্রনাট্য-পরিচালনা : রেদওয়ান রনি প্রযোজনা : সালেহীন স্বপন (স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট) ও মাছরাঙ্গা প্রোডাকশন। শ্রেষ্টাংশে : ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এটিএম শামসুজ্জামান, সালেহীন স্বপন, সোহেল রানা, আদনান ফারুক হিল্লোল, ইরেশ যাকের, পিয়া।

চিত্রগ্রহন : খায়ের খন্দকার আবহসংগীত : ইন্দ্রদীপ দাশগুপ্ত জেনার : অ্যাকশান/থ্রিলার IMDB: http://www.imdb.com/title/tt2408912/ ✘✘✘ দয়া করে কোন বাংলাদেশী মুভির ডাউনলোড লিংক শেয়ার করবেন না। বাংলা মুভি সিনেমাহলে গিয়ে অথবা অরিজিনাল ডিভিডি কিনে দেখুন। দেশের চলচ্চিত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।