ব্রাজিল বিশ্বকাপের মঞ্চ প্রায় প্রস্তুত। স্টেডিয়ামগুলোতে দেওয়া হচ্ছে শেষ প্রলেপ। শেষ হয়ে এসেছে ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বও। কনকা কাফ, ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্ব শেষ হয়েছে আগেই। বাকি ছিল কেবল আফ্রিকা ও ইউরোপ অঞ্চল।
তবে নিউজিল্যান্ড মেঙ্েিকার দ্বিতীয় ম্যাচটি হবে আগামীকাল। আজ রাতেই শেষ হচ্ছে এ দুটি অঞ্চলের বাছাই পর্ব। তবে ইউরোপ-আফ্রিকার শেষ রাতেও অপেক্ষা করছে রোমাঞ্চ। কিছুটা সম্ভবত ভয়ও।
বিশ্বকাপের মতো আসরে ক্রিষ্টিয়ানো রোনালদো কিংবা জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকাদের মধ্য থেকে কেবল একজনই উপস্থিত থাকতে পারবেন।
এই বিষয়টা আগেই নির্ধারিত হয়েছিল। পর্তুগাল-সুইডেন প্রথম লেগের ম্যাচে রোনালদোরা ১-০ গোলের জয়ে অনেকটা এগিয়েই থাকবেন আজ। তবে ঘরের মাঠে সুইডেনও তো ব্যতিক্রম কিছু করে দেখাতে পারে। আজ ২-০ গোলে জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে সুইডিশদের। আর পরাজয় এড়াতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত পর্তুগালের।
ইউরোপ অঞ্চলের বাকি ম্যাচগুলোর মধ্যে রোমাঞ্চকর হতে পারে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া লড়াইও। প্রথম লেগে ক্রোটদের গোল শূন্য ড্রতে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আইসল্যান্ড। অন্যদিকে দি ব্লেজাররা ২০০৬ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চ থেকে মাত্র একটি জয় থেকে দূরে দাঁড়িয়ে। আজ নিজেদের মাঠে ফেবারিট ধরতে হবে ক্রোয়েশিয়াকেই! বিশ্বকাপের পথে অনেকটা এগিয়ে আছে গ্রিস। প্রথম লেগে গ্রিকরা ৩-১ গোলে হারিয়েছে রুমানিয়াকে।
আজ ড্র হলেই বিশ্বকাপ নিশ্চিত তাদের। তবে বড় বিপদে আছে ফরাসিরা। ইউক্রেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে ২০০৬ সালের রানার্সআপদের! আজ অন্তত ৩-০ গোলে জিতলেই কেবল বিশ্বকাপ খেলতে পারে তারা।
আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আইভরি কোস্ট, নাইজেরিয়া এবং ক্যামেরুন। ঘানা-মিসর ও বুরকিনা ফাসো-আলজেরিয়ার ভাগ্য আজকের উপর নির্ভর করছে।
ঘানা অবশ্য প্রথম লেগে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে আছে অনেকটাই। রোমাঞ্চ দেখা যাবে বুরকিনা ফাসো-আলজেরিয়া ম্যাচেই। প্রথম লেগে বুরকিনা ফাসো ৩-২ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। আজ ড্র করতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে বুরকিনা ফাসো। আজ ১-০ গোলে জিতলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে আলজেরিয়া।
এবারের বিশ্বকাপে নতুন দল হিসেবে এখনো কেউ বাছাই পর্ব উত্তীর্ণ হতে পারেনি। বাকি আছে কেবল বুরকিনা ফাসো এবং আইসল্যান্ড। দেখা যাক নতুন দল হিসেবে বিশ্বকাপের অতিথি হতে পারে কিনা তারা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।