আমাদের কথা খুঁজে নিন

   

অটো লিলিয়েনথাল [উড়োজাহাজ]

অটো লিলিয়েনথাল [২৩ মে ১৮৪৮-১০ আগস্ট ১৮৯৬] ছিলেন একজন বিখ্যাত জার্মান বিমান প্রকৌশলী। গ্লাইডার কিং হিসেবে পরিচিত এই প্রকৌশলীকেই উড়োজাহাজ আবিষ্কারের স্বপ্নদ্রষ্টা মানা হয়। উনবিংশ শতাব্দীতে এই অটো লিলিয়েনথালের কর্মকাণ্ডই পরবর্তীতে উড়োজাহাজের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয়কে উদ্বুদ্ধ করেছিল এমন আবিষ্কারের জন্য। অটো লিলিয়েনথাল ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সফলভাবে গ্লাইডিংয়ের মাধ্যমে আকাশে উড্ডয়ন করতে সমর্থ হয়েছিলেন। প্রথম দিকে তার কর্মকাণ্ডকে সবাই নিছক পাগলামি বলে উড়িয়ে দিলেও পরবর্তীতে তিনি তার কীর্তি করে দেখান। কিন্তু ১৮৯৬ সালে নিজের তৈরি গ্লাইডারে করে আকাশে উড়ার সময় দুর্ঘটনায় পতিত হয়ে তার মৃত্যু হয় হয়। আর এরপর অটো লিলিয়েনথাল এর বেসিক ধারণা থেকেই রাইট ভ্রাতৃদ্বয় উড়োজাহাজ তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন। ফলে ইতিহাসে জার্মান প্রকৌশলী অটো লিলিয়েনথাল আলাদা একটি স্থান দখল করে আছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।