} বেদনাার চেয়ে আজ কামনা বড় প্রখর {
/শাফিক আফতাব/..............
বেদনাার চেয়ে আজ কামনা বড় প্রখর
মনে করার চেয়ে মন্থন বড় অধিকার করলো আজ
আমি পালাতে চাই রেখে এই দেশ পরিবার সমাজ
আমি চলে যাবো গভীরে এক সমুদ্দুর।
রক্তে আজ অনুরণন আর কাচাঁফুলের সুবাস
আর তেজদীপ্ত রোদের ঝিলিক
তুমি ছাড়া পৃথিবীতে আর সবকিছু অলিক
এসো নিবিড়, বসো, করে হৃদয়ের সবটুকু প্রকাশ।
আমি আজ পুলকের মই বেয়ে যাবো স্বর্গলোকের দুয়ারে
তুমি শুধু সবটুকু হৃদ্যতা দিয়ে হাল ধরে থাকো প্রেমের
আমি ধরায় ধূলায় সেই স্বর্গ আনিবো ফের
তুমি শুধু সবটুকু হৃদয় দিয়ে ভালোবাসো আমারে।
বেদনার চেয়ে আজ কামনা বড় বেশি প্রখর
আজ তোমাকে মনে হচ্ছে উর্বশীর চেয়ে অধিক মনোহর।
১৯.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।