আমাদের কথা খুঁজে নিন

   

বাম দলগুলোকে ভদ্রভাবে বাঁশ দিলেন অর্থমন্ত্রী

আগামী ১৬ জানুয়ারী জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অর্ধ-দিবস হরতাল ডেকেছে দেশের ঐতিহ্যবাহী বাম দলগুলো। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বামদলগুলোর কর্মসূচী তথ্যনির্ভর কিন্তু বাস্তবতা বিবর্জিত। আসলেই হারিয়ে যেতে বসেছে বামদের রাজনীতি। তারা জানেনা সমাধান কোথায়, শুধু সমস্যার সমালোচনা করে থাকে। আসলে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভঙ্গের পর।

আমার খুবই দু:খ লাগে দিলীপ বড়ুয়া আর ইন্যু সাহেবদের জন্য। এক সময়ে পুজিবাদ বিরোধী হিসেবে সোচ্চার ছিলেন। এখন পুঁজিবাদের ভিত্তি রচনা করছেন। অবশ্য আমি তাদের মত আদর্শচ্যুত লোক দিয়ে সমাজতন্ত্রকে পরিমাপ করিনা। তারা আদর্শিক আন্দোলনের ওপর ফেইড আপ হতে পারেন বা বুর্জোয়া মানসিকতায় ফিরে আসতে পারেন পার্থিব চাকচিক্য দেখে।

কিন্তু সমাজতন্ত্রের আদর্শিক আন্দোলনতো আমি বাংলাদেশে দেখিনা। এরা আসলেই বাস্তবতা বিবর্জিত বিশ্বাসগতভাবে। এদের বর্তমান আন্দোলন বাম আদর্শের ভিত্তি থেকে নয়। এ আন্দোলন এজন্য যে...মোরা একদিন বাম ছিলাম রে... ফরহাদ মজহার,বদরুদ্দীন ওমর..বামদের আদর্শিক হওয়ার জন্য চিৎকার করেন মাঝে মাঝে, কিন্তু কে শোনে কার কথা.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।