আমাদের কথা খুঁজে নিন

   

নীল দুনিয়া

কবিতা

শাহাদাৎ তৈয়ব মন বিধুরারে বের হয়ে যেও কথার দুনিয়ায় সবদুয়ার মুখে তোমার জন্য একটি না ঝুলে থাকবে ওখানে প্রবেশের ভাষা কোথায় পাবে অনাদিকালের গভীর স্মৃতিতে প্রাণময়তুমি গহিনে ভিতরে ডুবতে জানলে ভাসলে ঘ্রাণমুখর বাতাস নিবিড় সবই দেখলে, বুঝলে আহা পারলে না মিশে যেতে প্রণয় কঠিন বিপুল একাকার তোমাকে দেখে হাসবে প্রেম ও কামের পুঁজি চাতুর্যের কলা তোমার রপ্ত নাইরে তাই মন ফুল্লুরা সহজ সিধা পরম আনাড়ি তুমি সময় যখন জেনেছি মিলনেরই সার এমন ইতিহাসে হে নিরঞ্জন তুমি দিলে শুধু সমর্পণের ভাব এক পানি হয়ে আর পানিতে মিশতে দিলে না, একটা ছেদ তুমি রেখেই দিলে বিধি মনরে ও ভাষার জটিলে যেও না তোমার গদ্যের দিন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তোমার হরফের নীল দুনিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।