আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় দুটি বাধ্যতামূলক করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলা ভাষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ইউনেসকো কর্তৃক মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী প্রমিত বাংলা ভাষা সঠিকভাবে শেখা ও চর্চা করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, 'কতিপয় মা-বাবা গর্ব করে বলে থাকেন, তাঁদের ছেলেমেয়েরা বাংলা জানে না। এটা এক ধরনের হীনম্মন্যতা।' তিনি নিজ মাতৃভাষা চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। মন্ত্রী জানান, সরকার নৃ-ভাষা জরিপের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করেছে। শিগগিরই এ কাজ শুরু করা হবে। source : Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।