আমার এই পোস্ট টা সব চেয়ে বেশি সহায়তা করবে যারা Mp3 বা মিউজিক নিয়ে ওয়েব সাইট তৈরী করেন, তাদের কে।
যারা মিউজিক নিয়ে ইউনিক ভাবে সাইট তৈরী করেন এবং ইউনিক লিঙ্ক ব্যবহার করেন, তারা প্রথমে নতুন কোনো মুভি আথবা Mp3 এ্যলবাম রিলিজ হলে, তারা প্রথমে সেই মুভি আথবা Mp3 এ্যলবাম অন্য সাইট থেকে ডাউনলোড করেন। ডাউনলোড কমপ্লিট হলে ডাউনলোড কৃত Mp3 সং গুলো কম্পিটারে ইন্সটল কৃত ট্যাগিং সফটওয়্যার দিয়ে নিজেদের মত টাইটেল, ওয়েব সাইটের নাম এবং ইমেজ এ্যড করে ট্যাগিং করে থাকেন। সবশেষে ট্যাগিং কৃত Mp3 সং গুলো তারা তাদের সার্ভার আথবা ফ্রী কোনো হোস্টিং সাইটে হোস্ট/আপলোড করেন।
এই ভাবে/এই নীতিতে তারা Mp3 সং গুলো হোস্ট/আপলোড করেন।
ধরা যাক, ১ টি Mp3 ফাইল ৭.৯ এম.বি এবং নেটের স্পীড হচ্ছে ৫১২ কেবিপিএস।
১. ডাউনলোড করতে যদি টাইম লাগে = ৩ মিনিট
২. ট্যাগিং করতে যদি টাইম লাগে = ২ মিনিট
৩. এবং আপলোড যদি টাইম লাগে = ৩ মিনিট
-------------------------------------------------------------
র্সবমোট টাইম লাগবে = ১০ মিনিট
[ উপরের ক্যালকুলেশ টা আনুমানিক, বাস্তবের সাথে মিল না ও থাকতে পারে ]
উপরোক্ত ভাবে আমাদের একটি Mp3 ফাইল ডাউনলোড, ট্যাগ এবং আপলোড করতে ১০ মিনিট প্রয়োজন হচ্ছে।
যদি এমন হয় ১০ মিনিটের কাজ আমরা ২ মিনিটে করতে পারি, তাহলে কেমন হবে ?
হ্যা, এখন আমি আপনাদের এমন একটি পথ/উপায় শেয়ার করব যা দিয়ে আপনারা এই ১০ মিনিটের কাজ ২ মিনিটে করতে পারবেন ।
এই ভাবে করলে আপনার যা লাভ হবে, তা হল......
১. ডাউনলোড করার ঝামেলা থেকে মুক্তি,
২. ট্যাগ করার জন্য করার ট্যাগিং সফটওয়্যার ইন্সটল দেয়া লাগবে না।
৩. আপলোড টাইম ১০ ভাগের ২ ভাগে নেমে আসবে।
৪. সবচেয়ে বড় যে লাভ টা হল, এর মাধ্যমে আপনি সহজে, অল্প সময়ে এবং নিখুত ভাবে mp3 ট্যাগ এডিট করতে পারবেন।
চলুন, তাহলে শুরু করি..........
প্রথমে এই লিঙ্কে যান, নিন্মক্ত ইন্টারফেস দেখতে পারবেন।
১. যে Mp3 সং টা আপনি ট্যাগিং করবেন, সেই Mp3 এর লিঙ্ক টা কপি করে =Insert Mp3 Direct Link= এর নিচের বক্সে পেস্ট করুন।
২. আপনি Mp3 ফাইল এর একটি নাম নির্বাচন করুন এবং ২ নং বক্সে লিখে দিন।
৩. আপনি Mp3 ফাইল এর টাইটেল লিখে দিন ৩ নং বক্সে।
৪. আপনার নিজের মত করে একটি কমেন্ট লিখে দিন ৩ নং বক্সে।
৫. ৫ নং বক্সে আপনি সেই Mp3 এর শিল্পীর নাম লিখে দিন।
৬. ৬ নং বক্সটা হল Mp3 সং এর মুভির নাম আথবা Mp3 এ্যলবামের নাম লিখার জন্য।
৭. মুভি আথবা Mp3 এ্যলবাম এর রিলিজ ইয়ার লিখার জন্য ৩ নং বক্স।
৮. আপনি যে Mp3 টা এডিট করবেন Genre/ধরন লিখে দিন ৮ নং বক্সে।
৯. Mp3 সং এ যে ইমেজ সেট করতে চান ৯ নং বক্স থেকে Browse বাটন এ ক্লিক করে ইমেজ টি দেখিয়ে দিন।
ব্যস আপনার সব কাজ শেষ, এখন Edit Tags বাটন এ ক্লিক করে, কিছু সময় অপেক্ষা করুন।
কিছু সময় পর নিচের ইমেজের মত পাবেন
আমরা Uppit.com এই ফ্রী হোস্টিং সাইটে হোস্ট/আপলোড করে দেখব।
০১. Uppit.com যেতে প্রথমে এই লিঙ্কে যান
০২. রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নিন।
০৩. Upload বাটন এ ক্লিক করুন।
০৪. Remote upload বাটন নির্বাচন করুন।
০৫. আপনার ট্যাগিং করা নতুন Mp3 সং এর লিঙ্ক লোকেশন কপি করে Remote upload এর বক্স এ পেস্ট করুন।
০৬. এবং সর্বশেষে নিচের Upload! বাটন এ ক্লিক করুন, কিছু সময় অপেক্ষা করুন, আপনার ফাইল টি আপলোড হয়ে যাবে।
যদি কনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা প্রার্থী |
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।