C:\Users\Saif\Desktop
সমাজে অবিরল সুখ শান্তির কথা
১। প্রতিটি গ্রাম, মহল্লায় উন্নত লাইব্রেরী, খেলাধুলার ব্যবস্থা থাকা।
২। মেধা বিকাশ ও উন্নত জ্ঞান চর্চার সার্বিক সুযোগ সৃষ্টি করা।
৩।
সমাজের সাদা মনের মানুষকে খুজে বের করে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া
৪। ইসলামী ধারার গান, কবিতা, প্রবন্ধ ও সাহিত্য সহ সাংস্কৃতিক বিকাশ ও তার সার্বিক প্রসার ঘটানো।
৫। সহজলভ্য সামাজিক সেবার বিন্যাস ও কার্যকর সামাজিক কমিটি গঠন।
৬।
মসজিদ কেন্দ্রীক সহায়তা সংস্থা গঠন।
৭। সবার প্রতি ন্যায় বিচারকের ন্যায় বিচার করা।
৮। হিংসা না করা, মিথ্যা না বলা, লোভ না করা, ধৈর্য্য ধারণ করা।
৯। মেয়েদের পর্দাশীল রাখা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, সাবাই।
১০। অভিভাবকদের ছেলে মেয়েদের প্রতি খোজ খবর রাখা।
১১। ধুমপান না করা মাদক দ্রব্যকে না বলা।
১২। আইন কানুন নিয়ম মেনে চলা।
১৩।
এক ভাই অন্য ভাইকে সাহায্য সহযোগিতা করা।
১৪। নামাজ, রোজা, হজ্ব,যাকাত আদায় করা।
১৫। বিপদ থেকে মানুষকে উদ্ধার করা।
১৬। সত্য বলা, কলমে সত্যি লেখা।
১৭। মানুষের ন্যায্য পাওনা পরিশোধ করা।
১৮।
রাসুলের বিধি-বিধান অনুসরণ ও অনুকরণ করা।
১৯। ছোট, বড়, কাজের লোক সবার সাথে ভাল ব্যবহার করা।
২০। নিয়মিত নামাজ পড়া, ছোট ছোট দূর্ঘটনায় সাবধান হওয়া।
২১। অলসতা না করা। মানুষকে অবহেলা না করা।
২২। বিপদে পরলে আল্লারহর প্রতি নারাজ না হওয়া।
২৩। পরিস্কার পরিচ্ছন্ন থাকা অন্য ভাইকে থাকতে বলা।
২৪। নিজের যৌবনকে নিয়ন্ত্রণে রাখা।
২৫।
বড়রা ছোটদেরকে ¯েœহ করবে আর ছোটরা বড়দের প্রতি সম্মান করা
২৬। অলস সময়ে বসে না থেকে ভাল চিন্তা করা।
২৭। ছেলে মেয়েদের কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষা দেওয়া।
২৮।
ছেলে মেয়েদের আদর-সোহাগ ও শাসন করা।
২৯। নিজে ভাল হবেন ও অন্যদেরকে ভাল হতে বলবেন।
৩০। দেশকে ভালবাসবেন দেশের মানুষকে ভাল বাসবেন।
৩১। সবার জন্য ভাল চাইবেন।
সমাজে অশান্তির জ্বালা
১। ন্যায় বিচার না করা বা ন্যায় বিচার না পাওয়া।
২।
অতিলোভ করা, মিথ্যা বলা।
৩। অধৈর্য্য হওয়া ও ধৈর্য্য ধারণ না করা।
৪। মেয়েরা পর্দায় না থাকা।
৫। আইন কানুন না মানা।
৬। ঘুষ ও স্বজনপ্রীতি করে চাকরী নেওয়া।
৭।
মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা।
৮। আইনের লোকে বেআইনী কাজ করা।
৯। আপরাধী করা, অপরাধীকে সাহায্য সহযোগীতা করা।
১০। নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবহেলা করা।
১১। জনগণের বা সরকারি মালামাল অপচয় বা নষ্ট করা।
১২।
ছেলে মেয়েদের প্রতি অভিভাবকের দায়িত্বের অবহেলা।
১৩। অন্যের ভুল ত্রুটি গোপনে না ধরিয়ে দিয়ে অন্যদের বলে বেড়ানো।
১৪। ধুমপান , মাদকদ্রব্য নিজে সেবন করা ও অন্যকে আদান প্রদান করা।
১৫। কাজে অবহেলা করা ও ঠিকমত কাজ না করা।
১৬। কাজের পারিশ্রমিক ঠিকমত আদায় না করা।
১৭।
মানুষকে বিপদে ফেলা ও উদ্ধার না করা।
১৮। নকল করা বা নকলকে সাহায্য করা।
১৯। বেকারত্বের হার বেশি হওয়া, পরিপূর্ণ কাজ না জানা।
২০। আইনের দূর্বলতা থাকা ও প্রয়োগ না থাকা।
২১। নি¤œমানের খাবার ও খাদ্যে ভেজাল দেওয়া।
২২।
অর্থের প্রতি উম্মাদ হওয়া।
২৩। ভদ্রতা বজায় না রাখা।
২৪। নামাজ না পড়া, সামান্য কষ্টেই আল্লাহর প্রতি বিরূপভাব পোষণ করা।
২৫। অপচয় করা যেমন- সময়, বিদ্যুৎ, গ্যাস, খাবার, পানি ইত্যাদি।
২৬। লম্বা লম্বা কথা বলা কিন্তু কাজের নামে অগ্রসর না হওয়া।
২৭।
প্রেম করে ভুলে যাওয়া। প্রেম করে আঘাত দেওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।