আমাদের কথা খুঁজে নিন

   

তাই তো বলি ডাল মে কুচ কালা হে........প্রসঙ্গ ভারত-পাকিস্থান তৃতীয় ওয়ানডে ম্যাচ।

নয়াদিল্লিতে রোববার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের কাছে পাকিস্তান ‘ইচ্ছে করে হেরেছে’ মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক উইকেটরক পল নিক্সন। হঠাৎ করে পাকিস্তান দলের ব্যাটিং বিপর্যয়ের পর নিক্সন টুইট করেছেন। ‘এই ম্যাচ ছেড়ে দিল পাকিস্তান। এই সময়টুকু পর্যবেণ করুন। শেষ কয়েক বলে পাকিস্তান হেরে যাবে।

’ যা ভারতকে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা করবে। ম্যাচটি পাতানো ছিলÑ কিসের ভিত্তিতে নিক্সন এমন অভিযোগ করেছেনÑ টুইটারে এক ব্যক্তি এমন প্রশ্ন করলে ৪২ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার টুইট করেন, ‘তুমি কি ম্যাচটা দেখছ?’ এরপর তিনি আরো কয়েকটি টুইট করেন। যার মধ্যে দু’টি উল্লেখযোগ্য ছিল ‘এই ম্যাচটি একটি কৌতুক বিশেষ করে হাফিজ যখন লেগ স্লিপে একটা ল্যাপ স্লিপ খেলে’ এবং ‘ভারতের দ্বাদশ খেলোয়াড় অবশ্যই ….বাজিগর। ’ ইতোমধ্যেই যেহেতু তারা সিরিজ জয় করে ফেলেছে তাই শেষ ম্যাচটা পাতানো পাকিস্তানের জন্য বড় কিছু নয় বলেও মন্তব্য করেন নিক্সন। অপর একজনের প্রশ্নের জবাবে নিক্সন টুইট করেন ‘২-০ তে এগিয়ে থাকার পর হারানোর কিছু নেই।

’ ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত বিশ্বকাপসহ ২০০৭ সালে ইংল্যান্ডের হয়ে ১৯টি একদিনের আন্তর্জাতিক ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন নিক্সন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।