আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রী পাওয়া ডোমেইন ব্যাবহার করুন ব্লগস্পটে

সবাই কেমন আছেন?? অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম।
গত ১৫ তারিখ টেকটিউনস এ প্রকাশিত হিমু ভাইয়ের এই পোস্ট দেখে অনেকেই ফ্রী ডোমেইন নিয়েছেন। যারা নিয়েছেন তাদের অনেকে জানতে চেয়েছেন ডোমেইন টি কিভাবে blogspot সাইটে add করতে হয়। আমি আজকে দেখাব কিভাবে এই কাজটি করতে হয়।
১।

প্রথমে আপনার blogspot.com এ login করুন। তারপর setting>Basic এ যান। + Add a custom domain এ ক্লিক করুন।

২। তারপর নিচের ছবির মত একটা পেজ পাবেন।

খালি box এ আপনার ডোমেইন টি লিখে save করুন।

৩। এখন নিচের ছবির মত একটা পেজ পাবেন।

৪। ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে homestead.com এ login করে domain এ যান।

তারপর Advance DNS Setting এ ক্লিক করুন।

৫। নিচের মত একটা পেজ পাবেন। edit এ ক্লিক করুন।

৬।

এখন ৩ নং চিত্র অনুসরন করে নিচের চিত্রের মত পরিবর্তন করে নিন। সব কিছু ঠিক থাকলে ২ ঘণ্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.