আমাদের কথা খুঁজে নিন

   

তের মাত্রার একটা ভূমিকম্প চাই!



বিজাতীয় শপিং মলে ভরে যাচ্ছে বুক তের মাত্রার একটা ভূমিকম্প চাই! লোভের- হৃদয়ের- স্বপ্নের- শরীরের- তাবৎকুলের তাবৎ বেশ্যাগন, দল বেঁধে ক্যাম্প করেছে হৃৎপিণ্ডের অলিন্দ কলিঙ্গ প্রকোষ্ঠগুলোতে । বেশ্যাবাড়ীর দালালগুলো সব বুকে আই ডি ঝুলিয়ে বেশ ফাঁপর বাজী মারছে দিন রাত। মস্তিষ্কের কোষগুলোতে, ভাবনার ঘরগুলোতে, জানোয়ার জেনারেলগুলো দুইবেলা কামান দেগে চলেছে... শিরা আর ধমনীর মোড়ে মোড়ে বেজন্মা সার্জেন্ট এর দল মোড়কে মোড়কে প্রেম আর কাম আর লোভ গুলে দিচ্ছে। আজন্মের চাকরগুলো, হাভাতের দলগুলো, গলায় দড়ি বাঁধা ঠাণ্ডা হাওয়ায় পোষা ছাগলগুলো, বহুজাতিক কর্পোরেট মাগীর দালালগুলো, দয়িতাকে কুঠিবাড়িতে বন্ধক রেখে, আত্মাকে বেশ শুঁড়িখানায় ভাড়া খাটিয়ে, বিশ্ব মানবতার ইজারা নিয়েছে মুখোশের দল, বেসাতির পসরা সাজিয়ে বাহবা কুড়াচ্ছে ঈশ্বর বাবাজীর। নূহের প্লাবন আর যথেষ্ট নয় তের মাত্রার একটা ভূমিকম্প চাই... *** শুরুর দিকের লেখা, এখন পড়তে গিয়ে মনে হয় বেশ কয়েক জায়গায় কাঁচা হাতের ছাপ, এখন লিখলে এই লেখাটাই হয়তো অন্যভাবে লিখতাম! এখন আর সম্পাদনা করতে ইচ্ছে হল না, প্রথম প্রেমগুলো তো আনাড়িপনার জন্যই এত মায়াদারু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।