আমাদের কথা খুঁজে নিন

   

... বদলাতে যেয়ো না ...

অসম্ভব বলে কিছু নেই..........

আমাকে আর বদলাতে যেয়ো না আমি অনেক বদলেছি, বদলাতে বদলাতে এখন আর নিজেকে চিনিনা । শুধু তোমার সাথে লেগে থাকতে, তোমাকে জোঁকের মত কাঁমড়ে থাকতে , তোমাকে তোমার মত করে পাওয়ার জন্যে আমি বদলেছি । অনেক বদলে আমি এখন তোমার মত হয়েছি , সেই তোমার মতন থেকে তুমি আবার আমাকে আমার মত করে পেতে চেয়ো না । আমি আর অবহেলা আর কষ্ট পেয়ে কাঁদতে চাইনা , তোমার জন্য অপেক্ষা করে আমি আবার আশাহত হতে চাইনা । আমাকে তোমার মত হয়েই থাকতে দেও অনেক বদলে গিয়ে আমি এখন তোমার মত হয়েছি , আমাকে আর বদলাতে চেয়ো না আমাকে আর বদলাতে যেয়োনা তুমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।