আমাদের কথা খুঁজে নিন

   

••• নেতাদের ওয়াদা ও আমরা জনগন •••



এক বিল্ডিংএ আগুন লাগার পর সবাইকে হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চলছে...... হেলিকপ্টারের রশিতে দশ জন লোক ঝুলে আছেন। নয়জন সাধারণ মানুষ ও একজন নেতা। তো ওজন বেশি হয়ে যাওয়ায় হেলিকপ্টারের পাইলট বলল..."ওজন অনেক বেশি হয়ে গেছে একজনকে রশি ছেড়ে দিতে হবে, নাহলে সবারই বিপদ" একথা শুনেও কিন্তু কেউ রশি ছাড়লো না। তখন জনপ্রিয় নেতা চালাকী করে বলল,"ঠিক আছে, আমি দেশের জন্য আমার জীবন উৎসর্গ করলাম", এই কথা শুনেই বাকি নয়জন হাতে তালি দিতে গিয়ে নিচে পড়ে গেলো । *** আমাদের দেশের সাধারণ মানুষগুলোও ঐ নয়জন লোকের মত.... নির্বাচনের আগে নেতাদের অনেক কথাই বিশ্বাস করে ভোটটা দিবে, তারপর পাঁচটা বছর ধরে ভুলের মাশুল দিতেই থাকবে। তবুও শিখবে না কোনদিন মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।