আমাদের কথা খুঁজে নিন

   

নীল পরীকে লেখা শেষ চিঠি।

এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাইনা আর তার, কোন রাত দুপুরের আবদার। তাই চেষ্টা করছি বারবার ...... সাতরে পাড় খোজার । ।

উত্তাল সাগরকে সাক্ষী রেখে বলেছিলে, তোমার সবটুকু ভালোবাসা পবিত্র।

অভিনয়ে ভরা তোমার ভালোবাসায় লজ্জা পেয়ে সমুদ্রের সবটুকু নীল আজ কালো। কোন এক পড়ন্ত বিকেলে, আমার বুকে মাথা রেখে বলেছিলে বাচবে না এই আমায় ছাড়া, প্রতারিত আমার ক্ষতবিক্ষত বুক অভিমান আর অপমানে আজ রক্ত লাল। চোখ ভরা জল নিয়ে বলেছিলে নীল আকাশ দেখতে চাও শুধু আমারি হাত ধরে, সাদা হয়ে যাওয়া সেই নীল আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করি কি ভাবে চোখের জলও মিথ্যে বলে। চেনা তুমি শান্তি খুজেছ শরীরে অন্য পুরুষের নোংরা কালো হাতের স্পর্শে, আর আমার কল্পনায় ছিলো ছোট্ট একটা কুড়ে ঘর যেথায় শুধু তুমি আর আমি। আজ নেই কোন আভিযোগ দিবো না কোন অভিশাপ নতজানু হয়ে একটাই প্রার্থনা সুখে থেকো আমার নীল পরী।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।