অনেক আগের কথা কলেজের পাঠাগারে বইয়ের ভিরে "টেকচাঁদ ঠাকুর" নামটা দেখেই বইটা হাতে নিলাম"আলালের ঘরে দুলাল" এভাবেই নামটার সাথে পরিচয় এবং পরে জানতে পারলাম টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের প্যারীচাঁদ মিত্রই বাংলা গদ্যে প্রথমবারের মত চলিত রীতির প্রয়োগ করেন ৷ ১৮৮৩ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন ৷ রেখে গেছেন অভেদী,আধ্যাত্মিকা,মদ খাওয়া বড় দায়,জাত থাকার কি উপায় ইত্যাদি ৷ বাংলা সাহিত্যের এই প্রথম ঔপন্যাসিকের জন্ম ২২ শে জুলাই,১৮১৪ সালে ৷ তাঁর পিতার নাম "রামনারায়ণ" ৷ ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান এই লেখক খুব ভালো ফারসি ও ইংরেজি জানতেন ৷ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন ৷ আরো জানতে পারি বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি,
আর একটা কথা না বললেই নয়, তার The Zemindar and Ryots. এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিলো। কারণ এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।