নিজের দাতব্য সংস্থার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডে (ডব্লিউডব্লিউএফ) তিনি এই অর্থ দান করেন বলে বিবিসি জানিয়েছে।
২০২২ সালের মধ্যে নেপালে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য এই অর্থ ব্যবহার করা হবে।
এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী ডিক্যাপ্রিও বলেন, তিনি আশাবাদী এই অর্থ নেপালের বাঘের সংখ্যা দ্বিগুণ করার যে লক্ষ তা পূরণে সহায়ক হবে।
নেপালের বাঘ বিপণ্ন হয়ে পড়েছে। বাঘের আবাসস্থলের সংকট ও অবৈধ হত্যার শিকার হওয়ায় এই প্রাণীটির টিকে থাকা হুমকির সম্মুখীন।
ডিক্যাপ্রিওর দান করা এই অর্থ বাঘহত্যা রোধে নিরাপত্তা বৃদ্ধি এবং নেপালে বাঘের প্রজনন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।
নেপালের তেরাই বারদিয়া জাতীয় পার্কে বাঘের সংখ্যা ১৮ থেকে ৫০-এ উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই অর্থ তাতে সহায়ক ভূমিকা রাখবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।