আমাদের কথা খুঁজে নিন

   

“কম দামে ৮ কোর প্রচেসর এর অসাধারন মোবাইল ফোন”(পর্ব -৯)

আজও  আপনাদের  সাথে একটি জটিল  চায়না মোবাইল  সেট  এর পরিচয়  করিয়ে দিব । সারা বিশ্ব কে তাক লাগিয়ে দিতে উঠে পরে লেগেছে CHINA BRAND MOBILEকোম্পানি গুলো , যার একটি হচ্ছে  ZOPO BLACK2  ,যাতে সর্ব প্রথম চায়নার তৈরি ৮ কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ।  আসুন এর বিস্তারিত দেখে নেয়া যাক ,
ZOPO BLACK2
হার্ডওয়্যার
ZOPO BLACK2 তে অপারেটিং সিস্টেম হল  এন্ডয়েড ৪.২ এর cloud OS 2.3 । এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে প্রথম চায়নার তৈরি  ১.৭  গিগাহার্জের ৮ কোর  MT6592  প্রসেসর । গ্রাফিক্স  হিসাবে ব্যবহার করা হয়ে  700MHz ARM MALI450 গ্রাফিক্স  ।


ZOPO BLACK2
ডিসপ্লে
ZOPO BLACK2 তে রয়েছে  ৫.৫  ইঞ্চি  টি, এফ, টি টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১৯২০x১০৮০ ,  ৪০১ পি.পি.আই  যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা ।
ZOPO BLACK2
ক্যামেরা
ZOPO BLACK2তে  ১৪ মেগা পিক্সেল  সেন্সর সম্বলিতCMOS ক্যামেরা , যা দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন  । সামনে ৫  মেগা  পিক্সেল ক্যামেরাতে যা দিয়ে  ভিডিও কল করতে পারবেন।
ZOPO BLACK2
বডি
ZOPO BLACK2 এর বডি    ১৫১.৪ × ৭৬.১ × ৯.১   মিলিমিটার তার মানে ১৫১.৪  মিলিমিটার উচ্চতা, ৭৬.১  মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৯.১মিলিমিটার পুরত্ত ।
মেমরি  
ZOPO BLACK2
 ZOPO BLACK2 সেট এ বিল্ট ইন  ৬৪  জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে,  আর ও আছে ২ গিগাবাইট  র‍্যাম ।

যা   আপনাকে যেকোনো  ভাল মানের গেম খেলার নিশ্চয়তা দিবে।
ব্যাটারি
 ZOPO BLACK2   সেট এ ব্যবহার করা হয়েছে ২৪০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে  আরও ব্যবহার হয়েছে,
মূল্য
 ZOPO BLACK2 সেট এর দাম  মাত্র   এখোণো প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটা ২৪০০০-২৫০০০  টাকার কাছাকাছি  হবে ।
আরও জানতে,   http://www.facebook.com/jotilmobile2013

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।