আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আটে ফেনী সকার ও শেখ জামাল

উত্তর বারিধারা টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শেখ জামাল ২-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকারের জয়ে সবচেয়ে বড় অবদান স্ট্রাইকার আলী হাসানের। দলের তিন গোলের দুটোই তার। অষ্টম মিনিটে মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুতের ক্রস থেকে আলতো শটে সকার ক্লাবকে এগিয়ে দেন বেনিনের স্ট্রাইকার ওয়াসিও ওয়ালাদিকপো।

বিরতির ঠিক আগে সমতা নিয়ে আসে উত্তর বারিধারা। মিডফিল্ডার আবুল কালাম আজাদের শট সকার ক্লাবের গোলরক্ষক মাসুদ আহমেদের গায়ে লেগে ফিরে এলেও ভারতীয় ফরোয়ার্ড ফাইয়াজ আলমের শট কেউ ঠেকাতে পারেনি। ৫৫ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় সকার ক্লাব। নাইজেরীয় মিডফিল্ডার আহমেদ স্যামসনের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফিরিয়ে দেয়ার পর হাসানের প্লেসিং শট জালে চলে যায়। তবে পরের মিনিটেই আবার সমতা নিয়ে আসে উত্তর বারিধারা।

আজাদের শট ফেনী সকারের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে পোস্টে জড়িয়ে যায়। ৮২ মিনিটে ডিফেন্ডার আলাউদ্দিনের ক্রস থেকে আলী আহসানের হেড উত্তর বারিধারার গোলরক্ষক ওসমান গণি ঠেকিয়ে দেয়ার পর হাসানের শট জয়সূচক গোল এনে দেয় ফেনী সকার ক্লাবকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।