যখন সময় ফুরিয়ে যাবে তখন হবে বেলা,
পায়ে পায়ে শেষ হবে মোর নিত্য ভব-লীলা।
তখন তোমায় একটু ছোব,
ওই দু-চোখে তাঁকিয়ে রব;
ছলা কলার শেষ সীমানায় শুন্য মায়ার খেলা।
তখন সময় ফুরিয়ে যাবে যখন হবে বেলা। ।
যখন আমার দৃষ্টি সীমায় আধার নেমে এলো,
পার্থীব সব হোক-কলরব আবছা হয়ে গেলো।
আমার চোখে চোখ রেখে,
বৃষ্টি বিলাস দেখে দেখে;
তীব্র প্রেমের ঝলকানীতে একটু আলো জেলো।
ভালোবাসার দৃশ্য কেন আবছা এলোমেলো??
যখন আমার শেষ সময়ের ঘন্টা বাজে বাজে,
কাছেই থেকো, মন দিওনা অন্য কোন কাজে।
নগর জীবন সব এড়িয়ে,
কষ্ট নদীর ঢেঁউ পেড়িয়ে;
কপাল তোমার চুমোর রেখায় রাঙ্গিয়ে নিও লাজে।
ধীরে ধীরে সন্ধ্যে-তারাও ডুবছে যেন সাঁঝে। ।
রচনাকালঃ ৩০-১০-১৩। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।