আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গীয় প্রণয়ের ব্যজন।

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... আমার সফল প্রতীক্ষার পর, দূর নক্ষত্রের পথ ধরে হেঁটে এসেছিলে তারাভরা শোভিত রাতের আঙ্গিনায় দ্বিধাহীন ঘোমটা টেনে সন্ধ্যাতারা, জ্বেলেছিল উৎসবের দীপাবলি। প্রাণোচ্ছ্বল রাতালোরা কত ঢঙ্গে চুম্বনের দীর্ঘ রেখা টেনেছিল, নীলাম্বরে তৃপ্তিহীন কামনার ঠোঁটে। উচ্ছ্বল প্রেমের মাদকতায় আচ্ছন্ন ছিল, বাহারি রঙের নীহারিকার দল। তোমার আগমন উচ্ছ্বাসের এতো আয়োজনে শুভ্র সমুজ্জ্বলের পথ বেয়ে, আমার প্রেমাসক্ত ছন্দিত হৃদয়ের গভীরে স্পর্শীত হয়েছিল স্বর্গীয় প্রণয়ের ব্যজন। তুমি স্বপ্ন সাধে দুহাত বাড়িয়ে, আমার কাছে নির্মল একটা ভোর চেয়েছিলে তবে তোমার ইচ্ছায় হোক সমাদৃত আমার অভঙ্গুর আত্মশক্তির জোরে ভোরের সাথে তোমায় দিয়েছি, প্রভাত আলোর ঝলমলে মুক্তোবিন্দু শিশির, শিউলি ঝরানো সকাল, অঙ্কুরিত কুমারী প্রেম, বল্গাহীন মিমোসা ফুলের স্নিগ্ধতা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.