বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের গলফের বিশ্বকাপে লক্ষ্য পূরণ হলো না। আজ রবিবার শেষ হওয়া মর্যাদার এই আসরে যৌথভাবে ৫৫তম হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সিদ্দিকুর সেরা ২০ জনের মধ্যে থাকার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। বিশ্বকাপের দুই সপ্তাহ আগে হিরো ইন্ডিয়ান ওপেন জিতে আত্মবিশ্বাসের তুঙ্গেও ছিলেন তিনি।
তবে রয়াল মেলবোর্ন গলফ ক্লাবের গ্রিনে (সবুজ যে স্থানে বলটাকে গড়িয়ে হোলে ফেলা হয়) মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার। আজ চতুর্থ রাউন্ডে প্রথম রাউন্ডের মতোই পারের চেয়ে দুই শট বেশি খেলেন সিদ্দিকুর। দুটি বার্ডি (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) পেলেও সঙ্গে দুটি বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ডাবল বোগিতে বেশি এগুতে পারেননি।
দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে পারের চেয়ে চার ও ছয় শট বেশি খেলে অনেক পিছিয়ে গিয়েছিলেন তিনি। প্রথম দিন শেষে ৩২তম থাকলেও সবমিলিয়ে পারের চেয়ে ১৪ শট বেশি খেলে ৫৫তম হয়ে বিশ্বকাপ শেষ করলেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।