সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের বার্ষিক ইনডেক্স রিপোর্ট প্রকাশের সময় বিশ্বজুড়ে সেন্সরশিপ ট্র্যাকিং নিয়ে এই সতর্কবানী দেন বার্নার্স-লি।
প্রতিবেদনে দেখা যায়, ইনডেস্কের ৯৪ ভাগ দেশই ইন্টারনেট বিষয়ে সরকারি নজরদারি সম্পর্কে সঠিক ধারণা রাখে না। ৩০ ভাগ দেশই রাজনৈতিক বিষয় বন্ধ বা স্থগিত রাখে বলেও জানা গেছে এতে।
সরকারের নজরদারির বিষয়ে নতুন সমালোচনা করা হয়েছে প্রতিবেদনটির শেষ পর্যায়ে। স্যার টিম বলেছেন, “এ বছর পাওয়া তথ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, ওয়েব এবং সোশাল মিডিয়া কীভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বিশ্বের প্রত্যেক স্থানের খবর সংগ্রহ, তা নিয়ে করণীয় এবং ভুলভাবে তা ব্যবহার করতেও মানুষকে উৎসাহী করে তুলছে।”
কিন্তু ইন্টারনেট ব্যবস্থা কিছু সরকারের জন্য হুমকি হিসেবেও ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন স্যার টিম। আর সরকারগুলোর সেন্সরশিপ ভবিষ্যতে গণতন্ত্রের জন্য বাধা সৃষ্টি করবে বলেও আশংকা প্রকাশ করেছেন স্যার টিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।