আমাদের কথা খুঁজে নিন

   

৩০ বার উঠবস করলেই ট্রেনের টিকেট !!!



শীতকালীন অলিম্পিক ২০১৪-কে সামনে রেখে দেশের মানুষকে শরীর চর্চায় আগ্রহী করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাশিয়ান সরকার। ঘটনা হলো, যদি কেউ ৩০ বার উঠবস ব্যায়াম করে তবে তাকে একটি সাবওয়ে ট্রেনের ভ্রমণের টিকেট দেয়া হবে। এই সুযোগ সকল রাশিয়ান এবং আন্তর্জাতিক পর্যটকের জন্য উন্মুক্ত। ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক রাশিয়াতে অনুষ্ঠিত হবে। দেশটির সরকার এখন থেকেই অলিম্পিক সামনে রেখে দেশের জনগণকে শরীর চর্চায় আগ্রহী করে তুলতে চাইছেন, ফলে তারা সকল সাবওয়ে স্টেশনে এমন একটি মেশিন বসিয়েছেন যেটির সামনে দাড়িয়ে ৩০ বার উঠবস করলেই দেয়া হবে ট্রেন ভ্রমণের জন্য একটি ফ্রি টিকেট! আর ছেলে বুড়ো সবাই এই ইভেন্টে অংশ নিতে পারবেন। মেশিনটা অনেকটা ATM বুথের মতোই। আগ্রহী ব্যক্তিকে মেশিনের সামনে নীল রঙের দাগ দেয়া ম্যাটে দাড়িয়ে উঠবস ব্যায়াম করতে হবে এবং মেশিনে থাকা লেজার কম্পিউটার প্রতিটি উঠবস গুণে ডিসপ্লেতে দেখাবে। একে একে ৩০ বার উঠবস সম্পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেশিন থেকে পুরষ্কারস্বরূপ টিকেটটি বেরিয়ে আসবে। ইতোমধ্যে রাশিয়াতে এই ইভেন্টের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু উৎসাহী নারী পুরুষ এবং শিশু উঠবস করে তাদের ফ্রি টিকেট জিতে নিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।