আমাদের কথা খুঁজে নিন

   

ফের ডিজে পার্টিতে উন্মাতাল অভিনেত্রী প্রভা!



একের পর এক নানা বির্তকে কর্মকান্ডে যোগ দিচ্ছেন বির্তকিত অভিনেত্রী প্রভা। আবারো বেপরোয়া জীবন-যাপন করছেন অভিনেত্রী প্রভা। ভিডিও কেলেঙ্কারীর পর থেকে কিছুদিন গুটিয়ে থাকার পর সেই বেপরোয়া জীবনেই ফিরে গেছেন তিনি। তবে এবার একা নন, সাথে থাকেন তার স্বামী শান্তও। আবার কখনো শান্তর অজান্তে একাই বন্ধু-বান্ধবদের নিয়ে ফূর্তি করে রাত কাটিয়ে দিচ্ছেন তিনি।

রাজধানীর এমন কোনো নাইটক্লাবে কিংবা ডিজে পার্টি নেই যেখানে প্রভাকে দেখা যায় না। এসব পার্টিতেই ইদানিং হরহামেশাই দেখা যাচ্ছে প্রভাকে। অন্যদিকে প্রভার বিয়ের পর কেটে গেছে প্রায় দেড় বছর। শ্বশুড়-শ্বাশুড়ি আর স্বামীর সঙ্গে বর্তমানে ভালোই কাটছে তার দিন। এছাড়া অভিনয়েও নিয়মিত হয়েছেন তিনি।

কিন্তু এবার শোনা যাচ্ছে নতুন খবর। মা হতে যাচ্ছেন এ আলোচিত তারকা। বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, প্রভার শ্বশুড়-শ্বাশুড়ি নাতির মুখ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। প্রভার একটি ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানায়, প্রভার এমন বেপরোয়া জীবন-যাপনে শ্বশুরবাড়ির সদস্যরাও বেশ বিব্রত। তারা কয়েকবার তাকে সতর্ক করেছেন।

তবে কারও কথাই শুনছেন না তিনি। কারণ এবার শান্তই তার সহযোগী। সূত্রটি জানায়, বিয়ের প্রথম কয়েকমাস প্রভা মোটামুটি নিয়মের মধ্যে থাকলেও এখন কোনো নিয়মের তোয়াক্কা করছেন না। পার্টিতে কখনো কখনো সঙ্গী হচ্ছেন ব্যবসায়ী স্বামী শান্ত। আবার স্বামীর অজান্তে সঙ্গে থাকছে একাধিক বন্ধু।

প্রভার পার্টিতে যাওয়া নিয়ে পরিবারের লোকজন এর আগে সর্তক করলেও স্বামী পক্ষে থাকার কারণে তেমন কোনো অশান্তির সৃষ্টি হয়নি। তবে গত কয়েকদিন ধরে এসব নিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে প্রভাকে। ধারণা করা হচ্ছে, শান্তকে ফুসলিয়েই ভুল পথে পা বাড়িয়েছেন প্রভা। শান্তও বৌয়ের কথামতো অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন বলে নিজেও কিছুটা বুঝতে পারছেন। নিউজ লিনক Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।