বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের একটি দুর্লভ কপি আগামীকাল মঙ্গলবার নিলামে উঠতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এ নিলামে বইটির ওই কপি দেড় থেকে তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি ৬৫ লাখ টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান। বইয়ের জগতে এটি গড়তে পারে সর্বোচ্চ দামে বিক্রির ইতিহাস।
আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ওই বইয়ের নাম ‘দ্য বে সাম বুক’। ১৬৪০ সালে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে ৩০০ পৃষ্ঠার এই বইটি প্রথম ছাপা হয়।
এটি ব্রিটিশ শাসিত আমেরিকার প্রথম মুদ্রিত ও ইংরেজি ভাষার বই।
প্রথম সংস্করণে প্রায় এক হাজার ৭০০ কপি ছাপা হয়েছিল। কিন্তু এখন টিকে আছে মাত্র ১১টি কপি। ওই কপিগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লাইব্রেরি ও জাদুঘরে সংরক্ষিত আছে। দুটি কপি সংরক্ষিত আছে বোস্টন গণগ্রন্থাগারে।
ওই কপি দুটির মালিক বোস্টনের ওল্ড সাউথ চার্চ কর্তৃপক্ষ। এর মধ্যে একটি কপি কাল নিউইয়র্কে নিলামে তোলা হচ্ছে। বইয়ের বাকি কপিটি বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিলামকারী প্রতিষ্ঠান সথবাই জানিয়েছে, নিলামে তোলার আগে আজ নিউইয়র্কে বইটি প্রদর্শন করা হবে।
১৯৪৭ সালের পর এই প্রথম দুর্লভ ওই বইয়ের একটি কপি নিলামে উঠছে।
আর এটাই হতে পারে এই বইয়ের শেষ নিলাম।
এক কোটি ৫০ লাখ থেকে তিন কোটি মার্কিন ডলার রেকর্ড দামে বইটি বিক্রি হবে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির কিউরেটর মাইকেল ইনম্যানের মতে, বইটি আকর্ষণীয় নয়। মানও সন্তোষজনক নয়। কাজেই বইটির সম্ভাব্য নিলাম মূল্য নিয়ে কৌতূহল জাগাটা স্বাভাবিক।
ইতিহাসবিদদের মতে, এটি খুব দুর্লভ একটি বই। তা ছাড়া একটি জাতির জন্ম-পরিচয়ের প্রতীকও এই বই।
মাইকেল ইনম্যানের মতে, মুদ্রণ সূচনার প্রতীক এই বই। এই বইয়ে তথ্যের অবাধ-প্রাপ্তি, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার ধারণার কথা উল্লেখ আছে। এসব বিষয় বিপ্লবে প্রেরণা জুগিয়ে যুক্তরাষ্ট্রের জন্ম দিয়েছে।
এর আগে ২০১০ সালে জন জেমস আদুবনের ‘বার্ডস অব আমেরিকা’ বইটি সর্বোচ্চ এক কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়। ১৯৪৭ সালে ‘দ্য বে সাম বুক’-এর একটি কপি এক লাখ ৫১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।