আমাদের কথা খুঁজে নিন

   

'রং হেডেড' ও খেদমতগার সিইসি

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

'মহান খেদমতগার' সিইসি রকিব আজকে সন্ধ্যায় নাকি 'মাগনা' ভাষন দিবো। 'মহাচোট' সরকারের এজেন্ডা ও সংবিধান জপমালার বাস্তবায়নে নিবেদিন প্রাণ এই 'মহতি'র ভাষন জাতি শুনবেন! এক্ষনে মনে পড়ছে বিগত জোট সরকারের সময় সিইসি আজিজের কথা। সম্বাদিকরা অনেক হম্বি তম্বি করেও যার কোনো দোষ বাইর করতে পারে নাই, খালি দলকানা সম্বাদিকদের (সম্পাদক) কয়েকজন আদালতে দাঁড় করায়ারা রাখছিল, সেই জিদ্দে তার বিরুদ্ধে লাগছিল।

আর আপারে ‌'রং হেডেড' কইছিলো বিচারপতি আজিজ । এই দুই 'অপরাধ' কবুল করে মিডিয়ার অব্যাহত চাপ এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তিনি বিদায় নিযেছেন বা 'সুশীল' বিএনপি তাদের বিদায় দিছে। সে সময় দুই রাষ্ট্র বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম, এই নিয়া একখান রিপোর্টও করেছিলাম, তাদের একজন অধ্যাপক মোস্তফা চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী। আপার ৯৬ এর ক্ষমতার সময় পিএসসি'র চেয়ারম্যান ছিলেন। তিনি আমাকে বলেছিলেন,'সিইসি আজিজকে সরে যেতেই হবে।

' সরে গেছেন তিনি। কিন্তু এই সরকার সব রেখেই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। দেখার বিষয় আজিজ বিরোধি মিডিয়া আর বিএনপি-জমাতের জোটের কোমেরর জোর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।