যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। দৃষ্টি আমার বৃষ্টিভেজা নয় তবু,
চেয়ে রয়েছি আকাশে একটু সিক্ত অনুভব নিয়ে,
সমস্ত আনন্দের মূঢ় বহিঃপ্রকাশ তুমি ।
তুমি শব্দের অর্থবোধকতা অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন যেন
আমার কাছে, আমার মাঝে এক তুমি বসত কর অহর্নিশ,
কোনো এক স্বর্গীয় পরশ হয়ে,
আমাতে চল বেয়ে,
তোমাকে তাই জীবন নদী বলি ।
"তুমি" আর "তোমাকে" সঙ্গায়িত করতে গিয়ে,
ক্ষণে ক্ষণে দ্বিধান্নিত হই, হই চিন্তিত-ভাবুক ।
তুমি আমার একা পথ চলায়,
এক নিকট পদশব্দ,যা অনুভাবিত করে,
চলার গতি স্লথ করে যা আমাকে কান পেতে শুনতে বলে
অদৃশ্য তোমার নুপুরের নিক্কন ।
তুমি, হৃদয়ের সূর সুষমা, কোনো বিমূর্ত সঙ্গীত যেন,
যেন হাওয়ার ছন্দে কাঁশবনের দোলা দিয়ে যাওয়া সুখ তুমি ।
তবু তুমি আমার মায়াপুরীর এক মোহমায়া যেন,
জানিনা কোন ঘোরে, তোমার মাঝে মন এলোমেলো এত ।
এত আনমনা যেই তুমি তে, তা যেন রহস্য,
তোমাকে ভালোবেসে যাই স্নিগ্ধ মমতায়,
তোমারি ভাবনা রত ।
তোমার চোখে, মিষ্টি পলকে অপলক তকিয়ে,
ভেবে পাবার চেষ্টায় ব্রত হই, তুমি কি ??
আমি তল হতে অতলে হারিয়ে যাই যেন,
ওই গভীর কালো আল্পিত চোখের মায়াময়ী গহবরে ।
সে যেন বড় অমোঘ নিয়তি আমার,
ও চোখে ডুবে মরব, হব তোমার ।
তুমি তাই সুনয়না, মায়া-পরী,
যে আত্মার মোহে বাঁচি, যে দৃষ্টিতে মরি ।
___________________________________________________ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।