আমাদের কথা খুঁজে নিন

   

এখন প্রেম করবেন না দীপিকা

অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সংবাদমাধ্যমগুলো অনেকের নামই জুড়ে দেওয়ার চেষ্টা করেছে তার নামের সঙ্গে।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে দুজনের সাবলীল অভিনয় দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো বা পুরনো প্রেম জেগে উঠবে সাবেক জুটি রনবীর-দীপিকার মনে। কিন্তু তা হয়নি। ব্যক্তিগত আবেগ দূরে ঠেলে পেশাদার শিল্পীর মতোই অভিনয় করেছেন দুজন।
এরপর বইল ‘রামলীলা’র হাওয়া।

বড়পর্দায় সহঅভিনেতা রনভির সিংয়ের সঙ্গে দীপিকার রসায়ন কারও চোখ এড়ায়নি। ‘রামলীলা’র শুটিং চলার সময় এবং সিনেমাটি মুক্তির পর অনুষ্ঠিত একটি পার্টিতেও অন্তরঙ্গভাবে দেখা গেছে পর্দার এই জুটিকে।


কিন্তু ক্যারিয়ারের এই ব্যস্ত সময়ে এখনই প্রেম করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত ভাবছেন না ২৭ বছর বয়সী দীপিকা।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে তিনি বলেন, “এই মুহূর্তে কোনো সম্পর্কের জন্য আমি প্রস্তুত নই। আমার মনে হয়, অভিনয়ের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই।

আসলে ব্যাপারটি হল,আমি এখন খুব ভালো সময় কাটাচ্ছি আর কোনো সম্পর্কের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। ”
আগামী বছর দীপিকাকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। রজনীকান্তের সঙ্গে ‘কোঁচাদাইয়া’র পাশাপাশি মুক্তি পাবে তার সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’, যেখানে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে।
দীপিকা আরও অভিনয় করছেন শর্টফিল্ম ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’এ। এই সিনেমায় তার বিপরীতে আছেন অর্জুন কাপুর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।