আমাদের কথা খুঁজে নিন

   

যুগ বড্ড দ্রুত পাল্টায় !!!

দুর্বার প্রতিক

যুগ বড্ড দ্রুত পাল্টায় :- ২০০৯ সালের জানুয়ারীতেও ১০ টাকা থেকে ৯ টাকা খরচ হলে দিব্যি ১ টাকার চকচকে নোট হাতে পেতাম, অথচ ২০১১ সালে দেশে যেয়ে ১ টাকা দেখি হয়ে গেল "মামা , একটা চকলেট নিয়া যান" । ২০১০ সালের ফেব্রুয়ারী মাসের কথা, আমার তত্কালীন রুমমেট ইউটুবের একটি 'মা'কে নিয়ে গানের ভিডিও দেখতে দেখতে ঢুকরে ঢুকরে কাদতে দেখে আমিও ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করলাম । মজার ব্যাপার হলো:- কিছুক্ষণ পরে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পরাকে আবিষ্কার করলাম, তবে পরিতাপের ব্যাপার হলো :- ঐদিন আমার অবিবাহিত রুমমেট ওনার মায়ের জন্য চোখের পানি ফেললেও আমি কিন্তু আরেকজন মানুষের জন্য চোখের পানি ফেলেছি, মায়ের জন্য না। যুগ পাল্টেছে :- ৩ বছরে অনেক খানি সবকিছু কিভাবে যেন উলটপালট হয়ে গেল :- আজ আমার তত্কালীন সেই রুমমেট কাদে তার বউ এর জন্য, আর আমি কাদি আমার মায়ের জন্য, কি জানি হয়তো এখনো অবিবাহিত বলেই কি না !! আগামী ২০ বছরের মধ্যে যুগ আরো পাল্টাবে :- বাবা-মা বিহীন জীবন আমার কাছে অকল্পনীয়, হয়তো অবাধ্য সন্তানকে জড়িয়ে ধরে বাচতে চাইবো । তারও ৩০ বছর পর আমার সন্তান পিতার সাথে তার অবাধ্য আচরণের কথা স্বরণ করে ডুকরে ডুকরে কাদবে আর অবাধ্য সন্তানকে পরগাছার মত শত ঘাত প্রতিঘাত সহ্য করে হলেও আকড়ে ধরে থাকবে ।

। । একদিন সময় শেষ হবেই হবে, এরপর ? আমি কেওকে "মাকে" কবরে শুয়ে এসে কিছুদিন পর যেমন মদ গিলতে দেখেছি , সেরকমভাবে অন্য কাওকে সকালে কাজ করে রাতে সবার আড়ালে মৃত মায়ের জন্য দুই হস্তদয় আকাশ পানে উঠিয়ে নিবিড় কাকুতিতে ডুকরে ডুকরে কাদতে শুনেছি । অভাগা সেই পিতা আর মাতা :- যার সন্তান থেকেও নেই আর যাদের মিত্যুর পর এই দুনিয়াতে তাদের জন্য প্রার্থনা করবার কেও আর অবশিষ্ট রইলো না । তারা অস্তিত্ববিলীন এক অপ্রত্যাশিত সৃষ্টি বৈ আর কিছু নয় ।

তবে ইতিহাস বার বার তার নিজের ঘটনারই পুনরাবৃত্তি ঘটায়, অবুঝদার আমি আমার ভাগ্যে তাহাই ঘটিবে যাহা আমি করে আসলাম, যদি ফিরে না আসি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।