আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়াবিদ্যা'র ওয়ার্ল্ড প্রিমিয়ার

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'পিঁপড়াবিদ্যা' চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারের ঘোষণা দেওয়া হল। ১০ম দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। এ বছর ডিসেম্বরের ৬ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে দুবাই চলচ্চিত্র উৎসবের এ আসর। ১৩ তারিখ দুবাই সময় বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ক্লোজিং গালার মধ্য দিয়ে ঘোষণা করা হবে পুরস্কারপ্রাপ্ত ছবির নাম।

৫০ হাজার ডলার মূল্যমানের 'মোহর' অ্যাওয়াডের্র জন্য পিপড়াবিদ্যা আরও যে ৯ টি ছবির সঙ্গে লড়ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এ বছর কান ফেস্টিভালে ক্যাম দ্য'অর ও তাইপে গোল্ডেন হর্স জয়ী ছবি 'ইলো ইলো' [অ্যান্থনি চ্যান-সিঙ্গাপুর], ভেনিস ফেস্টিভাল ২০১৩ তে গ্রান্ডজুরি অ্যাওয়ার্ড জয়ী ছবি 'স্ট্রে ডগস্' [সাই মিং লিয়াং-তাইয়ান], কান ২০১৩ তে আন সার্টেন রিগার্ড সেকশনে বিশেষ পুরস্কার জেতা 'লাঞ্চবঙ্' [রিতেশ ভাত্রা-ইন্ডিয়া], ভেনিস ২০১৩ তে স্পেশাল ওরিজন্তি অ্যাওয়ার্ড জয়ী 'ফিশ এন্ড ক্যাট' [সাহারাম মকরি-ইরান], কান ২০১৩ তে পাম দ্য'অর জন্য লড়া 'গ্রিগ্রিস' [মোহম্মদ সালে হারুন-ফ্রান্স এন্ড চাদ]।

দুবাই ফেস্টিভালে বিভিন্ন সেকশন মিলিয়ে সর্বমোট ছবি দেখানো হবে ১৭৪টি।

ফেস্টিভালের ওপেনিং ছবি হিসেবে দেখানো হবে হানি আবু আসাদের 'ওমর' এবং ক্লোজিং ছবি ডেভিড ও' রাসেল এর 'আমেরিকান হাসল'। এবারের উৎসবে অংশ নেবেন কেট ব্লাঞ্চেট, মার্টিন শিন, জিম শেরিডান, ইরফান খান, প্রিয়াংকা চোপরা, রানভির সিং, শেখর কাপুর, মার্ক রুফলো, নাওমি হারিসের মতো উল্লেখযোগ্য সেলিব্রেটিরা।

উৎসবে যোগ দিতে মোস্তফা সরয়ার ফারুকী, ফরিদুর রেজা সাগর ও শীনা চোহান ৬ ডিসেম্বর দুবাই যাচ্ছেন।

পিঁপড়াবিদ্যা ছবিটির 'বাংলাদেশ- প্রযোজক' হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

এর আগে চলতি বছর মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরওয়ার ফারুকির 'টেলিভিশন' চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায় এবং একাধিক পুরস্কারে ভূষিত হয়।

এছাড়া দেশে মুক্তি পেয়ে সর্ব স্তরের দর্শক ও চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা পায় এটি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।